Home /News /national /
হোমওয়ার্ক না করার শাস্তি ৪৫০ বার ওঠবোস ! গুরুতর অসুস্থ তৃতীয় শ্রেণীর ছাত্রী

হোমওয়ার্ক না করার শাস্তি ৪৫০ বার ওঠবোস ! গুরুতর অসুস্থ তৃতীয় শ্রেণীর ছাত্রী

Representational Image

Representational Image

দোষ ছিল স্কুলের হোমওয়ার্ক না করে যাওয়া ৷ আর তার জন্যই তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ‘উচিৎ’ শিক্ষা দিলেন তার গৃহশিক্ষিকা ৷

  • Last Updated :
  • Share this:

#ঠাণে: নির্মম শাস্তি হয়তো একেই বলে ৷ দোষ ছিল স্কুলের হোমওয়ার্ক না করে যাওয়া ৷ আর তার জন্যই তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ‘উচিৎ’ শিক্ষা দিলেন  তার গৃহশিক্ষিকা ৷ প্রায় সাড়ে চারশো বার ওঠবস করতে বলা হল ওই ছাত্রীকে ৷ যা করার পর স্বভাবতই এখন গুরুতর অসুস্থ ওই ছাত্রী ৷ পা ফুলে ঢোল ৷ চিকিৎসা চলছে শিশুর ৷ অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পড়ুয়া ঠাণের শান্তিনগর এলাকার বাসিন্দা। লতা নামে শিক্ষিকার কাছে পড়ত সে। গত শুক্রবার তার কাছে পড়তে গিয়েই শাস্তির মুখে পড়ে আট বছরের ওই শিশুটি। অভিযোগ, হোমওয়ার্ক না করে নিয়ে যাওয়ায় ওই শিশুকে ৪৫০ বার ওঠবস করান লতা নামে ওই গৃহশিক্ষিকা। অবস্থা এতটাই খারাপ হয়, যে বাড়ি ফেরার সময় ঠিকমতো হাঁটতেই পারছিল না ওই শিশু ৷

পরিস্থিতি এমন হয় যে, টিউশন থেকে ফিরে ভাল করে হাঁটতে পারছিল না শিশুটি। তার পা ফুলে যায়। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। আর নির্মম অত্যাচারের ঘটনা এই প্রথমবার নয় ৷ এর আগেও বহুবার গৃহশিক্ষিকার অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে শিশুকে ৷ প্রচুর বেতের বাড়িও খেয়েছে সে বলে জানা গিয়েছে ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Thane