• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • প্রবল জলচ্ছ্বাস আরব সাগরে, ডুবিয়ে দিচ্ছে আস্ত জাহাজ! ভেঙে পড়ছে সমুদ্রের পাড়

প্রবল জলচ্ছ্বাস আরব সাগরে, ডুবিয়ে দিচ্ছে আস্ত জাহাজ! ভেঙে পড়ছে সমুদ্রের পাড়

 সমুদ্রে মধ্যে দাঁড়িয়ে থাকা জাহাজকে পর্যন্ত উল্টে দিচ্ছে প্রবল জলচ্ছ্বাস । তীরে এসে প্রচণ্ড গতিতে ভাঙছে ঢেউ ।

সমুদ্রে মধ্যে দাঁড়িয়ে থাকা জাহাজকে পর্যন্ত উল্টে দিচ্ছে প্রবল জলচ্ছ্বাস । তীরে এসে প্রচণ্ড গতিতে ভাঙছে ঢেউ ।

সমুদ্রে মধ্যে দাঁড়িয়ে থাকা জাহাজকে পর্যন্ত উল্টে দিচ্ছে প্রবল জলচ্ছ্বাস । তীরে এসে প্রচণ্ড গতিতে ভাঙছে ঢেউ ।

 • Share this:

  #রত্নগিরি: ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘নিসর্গ’-এর তাণ্ডবে মুহূর্তে লন্ডভন্ড দশা মহারাষ্ট্রের । ১৩০ কিমি বেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে আরব সাগরের উপকূলে । পূর্বাভাস ছিল দুপুর ১টা নাগাদ ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে । সেই মত ভূমিতে আছড়ে পড়ে ধ্বংসলীলা শুরু করে দিয়েছে ‘নিসর্গ’ । আগামী ৩ ঘণ্টা ধরে এবার ঝড় এগিয়ে যাবে মহারাষ্ট্রের হরিহরেশ্বর থেকে দমনের উপকূল ধরে আলিবাগের দিকে । সেই সময় থানে এবং রায়গড় জেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার । ইতিমধ্যেই রায়গড়ে প্রবল ঝড় চলছে ।

  ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রত্নগিরি সমুদ্র উপকূলের একটি ভিডিও । যেখানে দেখা যাচ্ছে সমুদ্রে মধ্যে দাঁড়িয়ে থাকা জাহাজকে পর্যন্ত উল্টে দিচ্ছে প্রবল জলচ্ছ্বাস । তীরে এসে প্রচণ্ড গতিতে ভাঙছে ঢেউ ।

  নিসর্গের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায়। সেইসঙ্গে সতর্ক করা হয়েছে গুজরাত উপকূলকেও । লাল সতর্কতা জারি হয়েছে মুম্বইয়ে। এদিকে, ইতিমধ্যেই র‍্যাডারে ঘূর্ণিঝড়ের চোখের অবস্থান স্পষ্ট ধরা পড়েছে । আইএমডি জানিয়েছে, নিসর্গের চোখের ব্যাস ৬৫ কিলোমিটার ।

  Published by:Simli Raha
  First published: