লকডাউন উঠছে? ১৪ এপ্রিলের পরেও সরকারি নিয়ন্ত্রণ জারি থাকবে: সরকারি সূত্র

Last Updated:

তা হলে কি ১৪ এপ্রিলের পরেও লকডাউনের সময়সীমা বাড়ছে? News18-কে সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সরকারের আরও একটি প্রস্তাব রয়েছে৷

#নয়াদিল্লি: ভারতে ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে করোনা আক্রান্ত৷ মৃত্যুও ১০০ ছাড়িয়েছে৷ ২১ দিনের লকডাউনের মধ্যেও সংক্রমণ বাড়ছে৷ তাই মানুষের গতিবিধির উপর সরকারি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা ১৪ এপ্রিলের পরেও থাকার সম্ভাবনা প্রবল৷ ১৪ এপ্রিলই ২১ দিনের লকডাউনের সময়সীমা শেষ হচ্ছে৷ কিন্তু তারপরেও সরকারি নিষেধাজ্ঞা জারি থাকবে৷
তা হলে কি ১৪ এপ্রিলের পরেও লকডাউনের সময়সীমা বাড়ছে? News18-কে সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সরকারের আরও একটি প্রস্তাব রয়েছে৷ তা হল, দেশের যে সব জায়গা বা রাজ্য করোনা ভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত করা জায়গাগুলিতেই সম্পূর্ণ লকডাউন থাকবে৷ সে ক্ষেত্রে এরকম বেশ কয়েকটি প্রস্তাব এসেছে রাজ্যগুলি থেকে৷ তা নিয়ে আলোচনা চলছে৷
advertisement
advertisement
advertisement
এক সপ্তাহ আগেই ক্যাবিনেট সচিব রাজীব গুহ জানিয়েছিলেন, ২১ দিন পরে লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনাই নেই সরকারের৷ তবে বেশ কয়েকটি রাজ্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছে, সরকারি নিয়ন্ত্রণ চালিয়ে যাওয়া দরকার৷
বর্তমানে ৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত করোনায়৷ সংখ্যাটা নিশ্চিত ভাবেই আরও অনেক বাড়বে, তা ধরেই নেওয়া যায়৷ রাজ্য সরকারগুলির আশঙ্কা, এরপর হাসপাতালে আর বেড থাকবে না৷ যদিও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের অবস্থা ভালো৷
advertisement
সরকারের কাছে প্রস্তাব এসেছে, ১৪ এপ্রিলের পরে গোটা দেশে লকডাউন না বাড়িয়ে, যদি শুধু মাত্র কম করে করোনা ভাইরাসের ২০টি হটস্পট এলাকাকে লকডাউনে রাখা যায়৷ এছাড়া হয়স্পট হতে পারে, এরকম ২২টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে৷ আজ অর্থাত্‍ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করবেন মন্তিরসভার৷ পরবর্তী সিদ্ধান্ত সেই বৈঠকে স্থির হবে৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
লকডাউন উঠছে? ১৪ এপ্রিলের পরেও সরকারি নিয়ন্ত্রণ জারি থাকবে: সরকারি সূত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement