পুরীতে কারফিউ, মাস্ক পরে রথ টানবেন মাত্র দেড় হাজার সেবায়েত

Last Updated:

সোমবার রাত ৯ থেকে শুরু হবে কারফিউ যা চলবে ২৪ জুন দুপুর ২ পর্যন্ত৷ অর্থাৎ কারফিউর মধ্যেই হবে রথযাত্রা৷ সতর্কতায় কোনও ফাঁক রাখতে চাইছে না ওড়িশা সরকার৷

#পুরী: প্রথমে পুরীর রথযাত্রা বন্ধ রাখার নির্দেশ দিলেও, পরবর্তীতে শর্ত সাপেক্ষে রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট৷ রথের মাত্র ১ দিন আগে সেই সুপ্রিম নির্দেশে কিছুটা স্বস্তি পেয়েছেন জগন্নাথ ভক্তরা৷ কারণ ঐতিহ্যের রথযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের ধর্মীয় বিশ্বাস৷ তবে করোনা আহবে যাতে সংক্রমণের প্রভাব না বাড়ে, সেই শর্তে শেষ পর্যন্ত রথ উৎসবে অনুমতি দিল সুপ্রিম কোর্ট৷
যদি ২৩জুন রথের চাকা না ঘোরে, অর্থাৎ রথ না টানা হয়, তাহলে তা ১২ বছর পর্যন্ত আর চলতে পারবে না৷ এমনই রীতি নিয়ম রয়েছে৷ যার মানে দাঁড়ায় এবছর রথ পালন না করা হলে, তা আগামী ১২ বছরও উদযাপন করা যাবে না৷ তাই সংক্রমণ যাতে না ছড়ায়, তার সুব্যবস্থা করে, রথ উৎসবের অনুমতি দিক সুপ্রিম কোর্ট, এই আবেদন রাখে কেন্দ্র৷ শুনানির সময় কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা রথযাত্রার সপক্ষে এই যুক্তি তুলে ধরেন৷ শেষ পর্যন্ত নানা যুক্তি মেনে পুরীতে রথের অনুমতি মেলে৷
advertisement
এবারের রথযাত্রায় বেশ কিছু নিয়ম জারি হয়েছে এবং যা কড়া ভাবে মানতে হবে৷ যার মধ্যে অবশ্যই থাকবে মাস্ক পরার নিয়ম৷ রথ টানতে পারবেন মাত্র ১৫হাজার জন সেবায়েত৷ এদের সকলের করোনা পরীক্ষা হয়েছে৷ এবং তাদের সাহায্য করছে পুলিশ৷ জানানো হয়েছে যে, প্রতিবারের মতো ৩ কিলোমিটার রাস্তা চলবে রথ৷ কিন্তু মন্দির লাগোয়া বাড়ি বা হোটেলর ছাদ থেকে যে রথযাত্রা দেখার যে হিড়িক রয়েছে তা একেবারে করা যাবে না৷ সকাল ৭টায় রথে বসানো হবে জগন্নাথদেবকে৷ বেলা ১২টায় শুরু হবে রথযাত্রা৷ যেই সব নিয়ম জারি হয়েছে...
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশের পর মন্দির কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই ফোনে কথা হয়েছে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের৷ রথযাত্রায় প্রবল ভিড় এড়াতে সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে পুরী৷ একেবারে শাটডাউন থাকবে শহর৷ ঢোকা বেরনোর সব রাস্তা বন্ধ থাকবে৷ এমনকী রাস্তায় যান চলাচল করতে পারবে না৷ পুরীতে কারফিউ জারি করল ওড়িশা সরকার৷
ভুবনেশ্বরের পর কোন ও বাস ট্রেন পুরীর দিকে যেতে দেওয়া হচ্ছে না । গোটা শহরের সব বড় মোড়ে নাকা চেক পোস্ট বসানো হয়েছে ।যাতে কেউ জমায়েত না করতে পারে । বাঁশের রেলিং দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের সব গলির মুখ । জগন্নাথ মন্দিরের সামনে থেকে গুন্ডচা মন্দির পর্যন্ত এই তিন কিলোমিটার রাস্তা সংলগ্ন সমস্ত গলি কড়া পুলিশি পাহারায় রাখা হচ্ছে যাতে কেউ ঘর থেকে বেড়োতে পারে । সোমবার সুপ্রিম কোর্টের রায়ের পর স্বাস্থ্য বিধি মেনে কী ভাবে রথযাত্রা করা যায় তা নিয়ে জরুরি বৈঠকে বসেন জেলা প্রশাসন ও জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ । এই বৈঠকের পরই একচল্লিশ ঘণ্টার কারফিউ ঘোষণা করে প্রশাসন ।
advertisement
সোমবার রাত ৯ থেকে শুরু হবে কারফিউ যা চলবে ২৪ জুন দুপুর ২ পর্যন্ত৷ অর্থাৎ কারফিউর মধ্যেই হবে রথযাত্রা৷ সতর্কতায় কোনও ফাঁক রাখতে চাইছে না ওড়িশা সরকার৷ স্নানযাত্রা উৎসবে সেবায়েতদের মুখে ছিল না মাস্ক৷ তা নিয়ে উঠেছিল নিন্দার রোল৷ তবে এবার আর তাই নয়৷ রীতিমতো কড়া নিয়ম মেনে তাই রথের জন্য প্রস্তুত হচ্ছে পুরী শহর৷
advertisement
তথ্য-সৌরভ গুহ
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুরীতে কারফিউ, মাস্ক পরে রথ টানবেন মাত্র দেড় হাজার সেবায়েত
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement