Pet Dog IQ : সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার নিখুঁত অভিনয় করে পোষ্য সারমেয় বরখা! তার কাণ্ড শুনে চমকে যাবেন
- Written by:Trending Desk
- local18
- Published by:Teesta Barman
Last Updated:
Pet Dog IQ : সাধারণ ভারতীয় প্রজাতির এই কুকুরটি মনিবের কথা মতো সেলাম করতে পারে, মৃতের অভিনয় করতে পারে আবার কোনও দুষ্টুমির শাস্তি দিলেও তা মাথা পেতে নেয়।
কুকুরের মতো বিশ্বস্ত প্রাণী খুবই বিরল। শুধু তাই নয় কুকুরের IQ খুব বেশি হয় বলেও দেখা গিয়েছে। কুকুর তার মনিবের সমস্ত কথা মেনে চলে।
উত্তরাখণ্ডের আলমোড়ায় এমনই এক কুকুরের কথা জানা গিয়েছে, যার IQ তাক লাগিয়ে দিতে পারে।
সাধারণ ভারতীয় প্রজাতির এই কুকুরটি মনিবের কথা মতো সেলাম করতে পারে, মৃতের অভিনয় করতে পারে আবার কোনও দুষ্টুমির শাস্তি দিলেও তা মাথা পেতে নেয়।
advertisement
আলমোড়ার জোশিখোলার বাসিন্দা তুষার খত্রী এই কুকুরের মালিক। কুকুরটির নাম তিনি রেখেছেন বরখা। তুষারের বাড়িতে প্রতিপালিত হয় মোট চারটি রাস্তার কুকুর। তিন বছর আগে পান্ডেখোলা এলাকা থেকে বরখাকে পেয়েছিলেন, তখন তার বয়স মাত্র ১০-১৫ দিন। রাস্তা থেকে তুলে আনার পর তুষারের বাড়িতেই যত্নে বাড়ছে সে। মানুষের ভাষা বুঝতে শিখে গিয়েছে। বরখার উচ্চ IQ দেখে সকলেই তাজ্জব বনে যান।
advertisement
তুষার জানায় যে বরখা যেকোনও অতিথিকে শুভেচ্ছা জানায়। বরখা যদি সেনাবাহিনীতে যোগ দেয় এবং সীমান্তে গুলিবিদ্ধ হয়, তাহলে কেমন হবে, একথা বললেই বরখা মারা যাওয়ার ভান করে। এমনকী তুষার অনেক সময়ই জিজ্ঞাসা করেন, বরখার বিয়ে হয়ে গেলে সে কেমন ভাবে তুষারের কাঁধে মাথা রেখে কাঁদবে? তখন বরখাও তুষারের কাঁধে মাথা রেখে বসে।
advertisement
এমনকী দুষ্টুমি করলে বরখাকে শাস্তিও দেন তুষার। সেই সময় বরখা তার সামনের পা দুটো দেয়ালে রেখে দাঁড়ায় যতক্ষণ না পর্যন্ত তাঁর শাস্তির মেয়াদ শেষ হচ্ছে।
তুষার বলেন, বরখা একটি দেশি জাতের স্ত্রী কুকুর। কিন্তু তার IQ খুবই বেশি। তিনি আবেদন জানিয়েছেন, যে সমস্ত মানুষ জীবজন্তু ভালবাসেন এবং বাড়িতে কুকুর পুষতে চান, তাঁরা যেমন দামি বিদেশি কুকুরের পরিবর্তে রাস্তার কুকুর দত্তক নেন। যাতে দেশীয় কুকুররাও ভাল ভাবে বাঁচতে পারে। তুষার নিজে চারটি কুকুর পোষ্য রেখেছেন। সবই ভারতীয়। আরও কুকুর দত্তক নেওয়ার কথাও তিনি ভাবছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 09, 2023 8:49 PM IST










