Pet Dog IQ : সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার নিখুঁত অভিনয় করে পোষ্য সারমেয় বরখা! তার কাণ্ড শুনে চমকে যাবেন

Last Updated:

Pet Dog IQ : সাধারণ ভারতীয় প্রজাতির এই কুকুরটি মনিবের কথা মতো সেলাম করতে পারে, মৃতের অভিনয় করতে পারে আবার কোনও দুষ্টুমির শাস্তি দিলেও তা মাথা পেতে নেয়।

সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার নিখুঁত অভিনয় করে বরখা! সচক্ষে দেখুন তার কাণ্ডকারখানা
সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার নিখুঁত অভিনয় করে বরখা! সচক্ষে দেখুন তার কাণ্ডকারখানা
কুকুরের মতো বিশ্বস্ত প্রাণী খুবই বিরল। শুধু তাই নয় কুকুরের IQ খুব বেশি হয় বলেও দেখা গিয়েছে। কুকুর তার মনিবের সমস্ত কথা মেনে চলে।
উত্তরাখণ্ডের আলমোড়ায় এমনই এক কুকুরের কথা জানা গিয়েছে, যার IQ তাক লাগিয়ে দিতে পারে।
সাধারণ ভারতীয় প্রজাতির এই কুকুরটি মনিবের কথা মতো সেলাম করতে পারে, মৃতের অভিনয় করতে পারে আবার কোনও দুষ্টুমির শাস্তি দিলেও তা মাথা পেতে নেয়।
advertisement
আলমোড়ার জোশিখোলার বাসিন্দা তুষার খত্রী এই কুকুরের মালিক। কুকুরটির নাম তিনি রেখেছেন বরখা। তুষারের বাড়িতে প্রতিপালিত হয় মোট চারটি রাস্তার কুকুর। তিন বছর আগে পান্ডেখোলা এলাকা থেকে বরখাকে পেয়েছিলেন, তখন তার বয়স মাত্র ১০-১৫ দিন। রাস্তা থেকে তুলে আনার পর তুষারের বাড়িতেই যত্নে বাড়ছে সে। মানুষের ভাষা বুঝতে শিখে গিয়েছে। বরখার উচ্চ IQ দেখে সকলেই তাজ্জব বনে যান।
advertisement
তুষার জানায় যে বরখা যেকোনও অতিথিকে শুভেচ্ছা জানায়। বরখা যদি সেনাবাহিনীতে যোগ দেয় এবং সীমান্তে গুলিবিদ্ধ হয়, তাহলে কেমন হবে, একথা বললেই বরখা মারা যাওয়ার ভান করে। এমনকী তুষার অনেক সময়ই জিজ্ঞাসা করেন, বরখার বিয়ে হয়ে গেলে সে কেমন ভাবে তুষারের কাঁধে মাথা রেখে কাঁদবে? তখন বরখাও তুষারের কাঁধে মাথা রেখে বসে।
advertisement
এমনকী দুষ্টুমি করলে বরখাকে শাস্তিও দেন তুষার। সেই সময় বরখা তার সামনের পা দুটো দেয়ালে রেখে দাঁড়ায় যতক্ষণ না পর্যন্ত তাঁর শাস্তির মেয়াদ শেষ হচ্ছে।
তুষার বলেন, বরখা একটি দেশি জাতের স্ত্রী কুকুর। কিন্তু তার IQ খুবই বেশি। তিনি আবেদন জানিয়েছেন, যে সমস্ত মানুষ জীবজন্তু ভালবাসেন এবং বাড়িতে কুকুর পুষতে চান, তাঁরা যেমন দামি বিদেশি কুকুরের পরিবর্তে রাস্তার কুকুর দত্তক নেন। যাতে দেশীয় কুকুররাও ভাল ভাবে বাঁচতে পারে। তুষার নিজে চারটি কুকুর পোষ্য রেখেছেন। সবই ভারতীয়। আরও কুকুর দত্তক নেওয়ার কথাও তিনি ভাবছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pet Dog IQ : সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার নিখুঁত অভিনয় করে পোষ্য সারমেয় বরখা! তার কাণ্ড শুনে চমকে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement