হায়দরাবাদের নর্দমায় মিলল পোলিও ভাইরাস
Last Updated:
বুধবার হায়দরাবাদের নর্দমার জলে মিলেছে পোলিও ভাইরাস। এই পরিস্থিতি তেলেঙ্গনা জুড়ে চরম সতর্কতা জারি করল রাজ্য প্রশাসন।
#হায়দরাবাদ: বুধবার হায়দরাবাদের নর্দমার জলে মিলেছে পোলিও ভাইরাস। এই পরিস্থিতি তেলেঙ্গনা জুড়ে চরম সতর্কতা জারি করল রাজ্য প্রশাসন। বুধবারই বিশেষ বিমানে হায়দরাবাদে পৌঁছচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ২ লক্ষ প্রতিষেধক।
আগামী ২৬ জুনের মধ্যে এই টিকা কর্মসূচি শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রেড্ডি। যে কোনও পরিস্থিতির মোকাবিলায় তৈরি রাখা হয়েছে বিশেষ মেডিক্যাল টিম। হায়দরাবাদ ও রঙ্গা রেড্ডি জেলার নর্দমার জলে P2 স্টেইন প্রকৃতি পোলিও ভাইরাসের নমুনা মিলেছে বলে প্রশাসন সূত্রে খবর।
উচ্চ ক্ষমতাসম্পন্ন এই পোলিও দ্রুত জলে ছড়িয়ে পড়ে। ২০১০ থেকে পোলিও মুক্ত দেশ হিসাবে ঘোষিত হয়েছে ভারত। ২০০৯ সাল থেকে দেশের কোথাও পোলিও-র ঘটনা সামনে আসেনি। এই পরিস্থিতিতে নতুন করে পোলিওর নমুনা মেলার ঘটনায় কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2016 8:39 PM IST