• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মুর্শিদাবাদ থেকে ধৃত ২ জেএমবি জঙ্গি

মুর্শিদাবাদ থেকে ধৃত ২ জেএমবি জঙ্গি

photo: News18 Bangla

photo: News18 Bangla

কওসরকে ছিনতাইয়ের ছক ছিল ধৃতদের৷

 • Share this:

  #মুর্শিদাবাদ: এসটিএফের জালে ২ জেএমবি জঙ্গি৷ বুধবার মুর্শিদাবাদ থেকে ধরা পড়ে ২ জেএমবি জঙ্গি৷ জানা গিয়েছে ধৃত মসিবুর রহমান ও রাহুল আমিন তৈরিতে পারদর্শী ধৃতরা৷

  এসটিএফের জালে ধৃত জঙ্গিরা জেলবন্দি কওসরের সহযোগী ছিল৷ কওসরকে ছিনতাইয়ের ছক ছিল ধৃতদের৷ ধৃত জঙ্গিদের জেরায় মিলেছে তথ্য৷

  পুলিশের উপর অ্যাসিড বোমা ছুঁড়ে ছিনতাইয়ের ছক কষেছিল ধৃতরা৷ তাদের কাছ থেকে মিলেছে বোমা তৈরির সরঞ্জাম, উদ্ধার অ্যালুমিনিয়াম গুঁড়ো, সেলেথার৷ মিলেছে সালফিউরিক অ্যাসিড৷

  First published: