জ্বালানির মূল্যবৃদ্ধিতে ২২,০০০ কোটি টাকা লাভের মুখ দেখতে পারে রাজ্যগুলি
Last Updated:
মহারাষ্ট্রে এই মুহূর্তে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৯ টাকা ও এই রাজ্যে জ্বালানির উপর সবচেয়ে বেশি VAT নেওয়াও হয়ে থাকে । মহারাষ্ট্রে পেট্রোলে VAT-এর হার প্রতি লিটার ৩৯.১২ শতাংশ
#মুম্বই: কমছে টাকার দাম । প্রতিনিয়ত রেকর্ড ভেঙে আন্তর্জাতিক বাজারে মহার্ঘ হচ্ছে অপরিশোধিত তেল । অতিরিক্ত ডলার গুনতে গিয়ে কেন্দ্রের বিদেশী মুদ্রার ভাড়ার তলানিতে । কিন্তু এরই মধ্যে প্রায় ২২,৭০০ কোটি টাকা লাভের মুখ দেখতে পারে রাজ্যগুলি, একটি রিপোর্টে এমনই জানা গিয়েছে ।
আজও রেকর্ড পতন হয়ে ভারতীয় মুদ্রার দাম হয়েছে ৭২.৮৮ টাকা । মঙ্গলবারেও বেড়েছে ডলার প্রতি অপরিশোধিত তেলের দাম । সেনসেক্সও পড়েছে প্রায় ১.৩৯ শতাংশ হারে । এই সবকিছুর মধ্যেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে বেশ খানিকটা অর্থনৈতিক লভ্যাংশের মুখ দেখবে রাজ্যগুলি, SBIএর একটি গবেষণায় এমনই তথ্য তুলে ধরা হয়েছে । চলতি অর্থবছরে নির্ধারিত বাজেটের চেয়ে প্রায় ২২,৭০০ কোটি টাকা অতিরিক্ত লাভ করতে পারে রাজ্যগুলি ।
advertisement
advertisement
অপরিশোধিত তেলের দাম ১ ডলার করে বাড়লে ১৯টি রাজ্যের জন্য লাভের অঙ্কটা গড়ে প্রায় ১,৫১৩ টাকা । এক্ষেত্রে কর রাজস্ব থেকে সর্বাধিক লাভ করতে পারে মহারাষ্ট্র(প্রায় ৩,৩৮৯টাকা) ও গুজরাত (২,৮৪২ টাকা ) । মার্চ মাস থেকেই নয়াদিল্লিতে পেট্রোলের দাম বৃদ্ধির হার ৫টাকা ৬০ পয়সা ও ডিজেলের দাম ৬টাকা ৩১ পয়সা হারে বেড়েছে । মহারাষ্ট্রে এই মুহূর্তে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৯ টাকা ও এই রাজ্যে জ্বালানির উপর সবচেয়ে বেশি VAT নেওয়াও হয়ে থাকে । মহারাষ্ট্রে পেট্রোলে VAT-এর হার প্রতি লিটার ৩৯.১২ শতাংশ।
advertisement
এই অপ্রত্যাশিত লাভের কারণে রাজ্যের রাজস্ব ঘাটতি ১৫-২০ শতাংশে কমতে পারে, যদি অন্য সবকিছু অপরিবর্তিত থাকে,এমনই জানানো হয়েছে ওই রিপোর্টে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2018 12:39 PM IST