সবরীমালা মন্দিরে পদপিষ্ট হয়ে আহত ২৫
Last Updated:
ফিরে এল পাঁচ বছর আগের স্মৃতি। বড়দিনে সবরীমালার মালিকাপুরম মন্দিরে পদপিষ্ট হয়ে জখম কমপক্ষে ২৫ জন দর্শনার্থী । এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
#তিরুবনন্তপুরম: ফিরে এল পাঁচ বছর আগের স্মৃতি। বড়দিনে সবরীমালার মালিকাপুরম মন্দিরে পদপিষ্ট হয়ে জখম কমপক্ষে ২৫ জন দর্শনার্থী । এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা সকলেই অন্ধ্রপ্রদেশের অনাথপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ভক্তদের অতিরিক্ত ভিড়ের চাপে এই বিপদ ৷
রবিবার এই মন্দিরে থাঙ্গা আঙ্গি অনুষ্ঠান উপলক্ষে পুজোর জন্য কেরলের ওই মন্দিরে জড়ো হন বিভিন্ন প্রান্তের মানুষ। আরতির সময় ভিড়ে শান্ত হয়ে সব দর্শনার্থীরা অপেক্ষা করছিলেন ৷ কিন্তু থাঙ্গা আঙ্গি পর্ব শুরু হতেই লাইন ভেঙে কয়েকজন দর্শনার্থী সামনে যাওয়ার চেষ্টার করতে ঘটে বিপত্তি ৷
সামনে যাওয়ার হুড়োহুড়িতে পড়ে যান বহু দর্শনার্থী ৷ ভিড়ের চাপেই পদপিষ্ট হন অনেকে। কর্তব্যরত পুলিশকর্মীদের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আয়ত্তে আসে ৷ এরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সান্নিধানম ও পম্পা হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
advertisement
এর আগে ২০১১ সালেও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে ওই মন্দিরে। ওই বছর ১৪ জানুয়ারি পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১০৬ জনের। আহত হন একশোর বেশি মানুষ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 26, 2016 8:56 AM IST