বরুণ ধাওয়ানের বিয়ে, অতিথিদের জন্য আলিবাগের বাড়ি ছাড়লেন শাহরুখ খান !

Last Updated:

গোটা বলিউড জানে বরুণ ধাওয়ান শাহরুখ খানের কত বড় ফ্যান ৷ গোটা বলিউড জানে, বরুণ ধাওয়ানকে কতটা ভালোবাসেন কিং খান ৷ আর তাই তো ছোটো ভাইয়ের মতো বরুণ ধাওয়ান যখন বিয়ের পিঁড়িতে বসলেন, তখন কিং খান টুক করে দায়িত্ব নিয়ে ফেললেন !

#মুম্বই: গোটা বলিউড জানে বরুণ ধাওয়ান শাহরুখ খানের কত বড় ফ্যান ৷ গোটা বলিউড জানে, বরুণ ধাওয়ানকে কতটা ভালোবাসেন কিং খান ৷ আর তাই তো ছোটো ভাইয়ের মতো বরুণ ধাওয়ান যখন বিয়ের পিঁড়িতে বসলেন, তখন কিং খান টুক করে দায়িত্ব নিয়ে ফেললেন !
বরুণ ধাওয়ানের বিয়ে নিয়ে রবিবার সকাল থেকেই গোটা বলিউডে হইহই কাণ্ড ৷ নাতাশা ও বরুণের বিয়ের ছবি দেখার জন্য হন্যে দিয়ে নেটপাড়ায় পড়ে রয়েছেন নেটিজেনরা ৷ তবে বরুণের কড়া নিষেধ ৷ নো মোবাইল ফোন ৷ যতক্ষণ না বরুণ-নাতাশা নিজে থেকে এসে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, ততক্ষণ ছবি দেখা প্রায় দুস্কর ৷
advertisement
তবে এরই মাঝে খবরে এল, বরুণের বিয়েতে আসা অতিথিদের যাতে থাকতে অসুবিধা না হয়, তাই নাকি গৌরী খান ও শাহরুখ খান ছেড়ে দিয়েছেন তাঁদের আলিবাগের বিশাল বাংলোটি ৷ শাহরুখের সেই বাংলোতেই আপাতত ডেরা জমিয়েছেন বরুণের আত্মীয়-পরিজন ৷
advertisement
হ্যাঁ, শেষমেশ অপেক্ষার অবসান ৷ নতুন বছরশুরু হতেই যে গুঞ্জন নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছিল গোটা বলিউডে ৷ সেই গুঞ্জনেই ইতি দিয়ে এবার সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের চকোলেট হিরো বরুণ ধাওয়ান ৷
advertisement
অন্যান্য বলিউডের সেলেবদের মতো বিদেশে গিয়ে নয়, বরং এদেশেই পরিবারকে সঙ্গে নিয়ে আলিবাগে জমজমাট বিয়ে করলেন বরুণ ৷
সূত্রের খবর অনুযায়ী, সন্ধে সাড়ে ৬ টা নাগাদ নাগাদই বরুণ ও নাতাশার বিয়ে সম্পন্ন হয়েছে ৷ করোনা বিধিকে মাথায়া রেখেই হাতেগোণা বলিউড সেলেব এবং পরিবারের সামনে নাতাশার গলায় মালা দিয়েছেন বরুণ ৷
advertisement
রবিবার সকালেই ভাইরাল হয়েছিল করণ জোহর এবং মণীশ মালহোত্রার বিয়েতে এন্ট্রি নেওয়ার ছবি ৷
সকাল থেকেই জোর কদমে শুরু হয়েছিল বরুণ-নাতাশার বিয়ের নানা অনু্ষ্ঠান ৷ ট্যুইটার, ফেসবুকে ট্রেন্ড করছিল হ্যাশট্যাগ বরুণ কি শাদি ! আর সেই ট্যাগ ধরেই হইহই করে ভাইরাল হয়েছে বরুণের সঙ্গীতের একটি ছবি ৷
যেখানে চোখে সানগ্লাস এবং ডিজাইন করা কুর্তায় দেখা গিয়েছে হ্যান্ডসাম বরুণকে ৷ ইনস্টাগ্রামে এই ছবি আপলোড হতেই লাখের ওপরে লাইক ৷ নাতাশা এবং বরুণকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত নেটিজেনরা ৷
advertisement
বরুণ তাঁর হাইপ্রোফাইল বিয়েতে মোবাইল ক্যামেরাকে নিষিদ্ধ করেছে ৷ ঠিক যেমনটি হয়েছিল অনুষ্কা-বিরাট, দীপিকা-রণবীরের বিয়েতেও ৷ তবে বরুণের বিয়েতে উপরি কড়াকড়ি করোনা বিধি !
বাংলা খবর/ খবর/দেশ/
বরুণ ধাওয়ানের বিয়ে, অতিথিদের জন্য আলিবাগের বাড়ি ছাড়লেন শাহরুখ খান !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement