বরুণ ধাওয়ানের বিয়ে, অতিথিদের জন্য আলিবাগের বাড়ি ছাড়লেন শাহরুখ খান !
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
গোটা বলিউড জানে বরুণ ধাওয়ান শাহরুখ খানের কত বড় ফ্যান ৷ গোটা বলিউড জানে, বরুণ ধাওয়ানকে কতটা ভালোবাসেন কিং খান ৷ আর তাই তো ছোটো ভাইয়ের মতো বরুণ ধাওয়ান যখন বিয়ের পিঁড়িতে বসলেন, তখন কিং খান টুক করে দায়িত্ব নিয়ে ফেললেন !
#মুম্বই: গোটা বলিউড জানে বরুণ ধাওয়ান শাহরুখ খানের কত বড় ফ্যান ৷ গোটা বলিউড জানে, বরুণ ধাওয়ানকে কতটা ভালোবাসেন কিং খান ৷ আর তাই তো ছোটো ভাইয়ের মতো বরুণ ধাওয়ান যখন বিয়ের পিঁড়িতে বসলেন, তখন কিং খান টুক করে দায়িত্ব নিয়ে ফেললেন !
বরুণ ধাওয়ানের বিয়ে নিয়ে রবিবার সকাল থেকেই গোটা বলিউডে হইহই কাণ্ড ৷ নাতাশা ও বরুণের বিয়ের ছবি দেখার জন্য হন্যে দিয়ে নেটপাড়ায় পড়ে রয়েছেন নেটিজেনরা ৷ তবে বরুণের কড়া নিষেধ ৷ নো মোবাইল ফোন ৷ যতক্ষণ না বরুণ-নাতাশা নিজে থেকে এসে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, ততক্ষণ ছবি দেখা প্রায় দুস্কর ৷
advertisement
তবে এরই মাঝে খবরে এল, বরুণের বিয়েতে আসা অতিথিদের যাতে থাকতে অসুবিধা না হয়, তাই নাকি গৌরী খান ও শাহরুখ খান ছেড়ে দিয়েছেন তাঁদের আলিবাগের বিশাল বাংলোটি ৷ শাহরুখের সেই বাংলোতেই আপাতত ডেরা জমিয়েছেন বরুণের আত্মীয়-পরিজন ৷
advertisement
হ্যাঁ, শেষমেশ অপেক্ষার অবসান ৷ নতুন বছরশুরু হতেই যে গুঞ্জন নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছিল গোটা বলিউডে ৷ সেই গুঞ্জনেই ইতি দিয়ে এবার সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের চকোলেট হিরো বরুণ ধাওয়ান ৷
advertisement
অন্যান্য বলিউডের সেলেবদের মতো বিদেশে গিয়ে নয়, বরং এদেশেই পরিবারকে সঙ্গে নিয়ে আলিবাগে জমজমাট বিয়ে করলেন বরুণ ৷
সূত্রের খবর অনুযায়ী, সন্ধে সাড়ে ৬ টা নাগাদ নাগাদই বরুণ ও নাতাশার বিয়ে সম্পন্ন হয়েছে ৷ করোনা বিধিকে মাথায়া রেখেই হাতেগোণা বলিউড সেলেব এবং পরিবারের সামনে নাতাশার গলায় মালা দিয়েছেন বরুণ ৷
advertisement
রবিবার সকালেই ভাইরাল হয়েছিল করণ জোহর এবং মণীশ মালহোত্রার বিয়েতে এন্ট্রি নেওয়ার ছবি ৷
সকাল থেকেই জোর কদমে শুরু হয়েছিল বরুণ-নাতাশার বিয়ের নানা অনু্ষ্ঠান ৷ ট্যুইটার, ফেসবুকে ট্রেন্ড করছিল হ্যাশট্যাগ বরুণ কি শাদি ! আর সেই ট্যাগ ধরেই হইহই করে ভাইরাল হয়েছে বরুণের সঙ্গীতের একটি ছবি ৷
যেখানে চোখে সানগ্লাস এবং ডিজাইন করা কুর্তায় দেখা গিয়েছে হ্যান্ডসাম বরুণকে ৷ ইনস্টাগ্রামে এই ছবি আপলোড হতেই লাখের ওপরে লাইক ৷ নাতাশা এবং বরুণকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত নেটিজেনরা ৷
advertisement
বরুণ তাঁর হাইপ্রোফাইল বিয়েতে মোবাইল ক্যামেরাকে নিষিদ্ধ করেছে ৷ ঠিক যেমনটি হয়েছিল অনুষ্কা-বিরাট, দীপিকা-রণবীরের বিয়েতেও ৷ তবে বরুণের বিয়েতে উপরি কড়াকড়ি করোনা বিধি !
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2021 10:08 PM IST