#নয়াদিল্লি: পাক হামলার আশঙ্কা। জম্মু, শ্রীনগর, লেহ-সহ ৮টি বিমানবন্দরে অসামরিক বিমান ওঠানামা বন্ধ করল কেন্দ্রীয় সরকার। বিমানবন্দরের দখল নিয়েছে ভারতীয় বায়ুসেনা।
জম্মু, শ্রীনগর, লেহ, অমৃতসর, পাঠানকোট, ধরমশালা, দেরাদুন, চণ্ডীগড় বিমানবন্দরের দিকে আসা বিমানগুলিকে ফেরত পাঠানো হচ্ছে। এই ৮টি বিমানবন্দর ভারত-পাকিস্তান সীমানার কাছে অবস্থিত।
বুধবার সকালে ভারতের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢুকে পড়ে পাকিস্তানের F-16 যুদ্ধবিমান। পাকিস্তানের ওই যুদ্ধবিমান ভারতে ঢুকতেই গুলি চালাতে শুরু করে সেনা৷ ভারতের বাধায় পালানোর চেষ্টা করে বিমানটি৷ পালানোর সময় রাজৌরি সেক্টরে বোমাবর্ষণ শুরু করে ওই বিমান৷ ভারতীয় বায়ুসেনা সূত্রের খবর, নওসেরা সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে বিমানটি৷
বুধবার ভোর থেকে সেনা-জঙ্গি গুলির শুরু হয় জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায়৷ এদিন ভোর ৪টে ২০ নাগাদ নিরাপত্তা বাহিনী কর্ডন লঞ্চ তল্লাশি অভিযান শুরু সোপিয়ান জেলার মিমেন্দার এলাকায়৷ হঠাৎই নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা৷ ঘটনায় ৩ জঙ্গির বন্দি হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ তবে এখনও পর্যন্ত কোনও মুত্যুর খবর পাওয়া যায়নি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air Strike, Airports, IAF, Indian Air Force, Jammu Leh, Srinagar