প্রিয়াঙ্কা গান্ধিকে রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস? সংগঠনে বড় রদবদলের সম্ভাবনা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
অম্বিকা সোনি, গুলাম নবি আজাদ ও দিগ্বীজয় সিংয়ের রাজ্যসভায় মেয়াদ শেষ হবে শীঘ্রই৷ সে ক্ষেত্রে কংগ্রেস ওই শূন্যপদে রাজ্যসভায় সাংসদ পাঠাবে৷ কংগ্রেসের কোটায় রয়েছে ছত্তীসগড়, রাজস্থান ও ঝাড়খণ্ড৷
#নয়াদিল্লি: রক্তক্ষরণ অব্যাহত কংগ্রেসের৷ দিল্লিতেও বিরাট বিপর্যয়ের পরে এখন কংগ্রেস ঘুরে দাঁড়াতে মরিয়া৷ সূত্রের খবর, কংগ্রেসে খুব শীঘ্রই বড়সড় সাংগঠনিক রদবদল হতে চলেছে৷ সনিয়া গান্ধির শারীরিক অবস্থা ভালো নয়৷ কংগ্রেস নেতৃত্বের একাংশ চাইছেন, সনিয়াই সভানেত্রী থাকুন৷ আরেকটি অংশের দাবি, রাহুল গান্ধি দলের হাল ধরুক৷ তবে একটি বড় অংশের বক্তব্য, এখন দরকার প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে৷ একই সঙ্গে প্রিয়াঙ্কাকে রাজ্যসভায় পাঠানো হবে কি না, তা নিয়েও চলছে জল্পনা৷
অম্বিকা সোনি, গুলাম নবি আজাদ ও দিগ্বীজয় সিংয়ের রাজ্যসভায় মেয়াদ শেষ হবে শীঘ্রই৷ সে ক্ষেত্রে কংগ্রেস ওই শূন্যপদে রাজ্যসভায় সাংসদ পাঠাবে৷ কংগ্রেসের কোটায় রয়েছে ছত্তীসগড়, রাজস্থান ও ঝাড়খণ্ড৷ এ হেন পরিস্থিতিতে প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে রাজ্যসভায় পাঠানো নিয়ে শুরু হয়েছে জল্পনা কংগ্রেসের অন্দরে৷ ছত্তীসগড়ের কংগ্রেস নেতারা চাইছেন প্রিয়াঙ্কা তাঁদের রাজ্য থেকে রাজ্যসভায় মনোনীত হোক৷
advertisement

advertisement
কিন্তু এ ক্ষেত্রে কংগ্রেসের শাঁখের করাত হতে পারে৷ রাহুল গান্ধি যদি কংগ্রেসের সভাপতিপদের দায়িত্ব নেন ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে যদি রাজ্যসভার সাংসদ করা হয়, তা হলে কংগ্রেসের পরিবারতন্ত্রের অভিযোগে সরব হবেন বিরোধীরা৷ প্রিয়াঙ্কা বর্তমানে দলের উত্তরপ্রদেশের সংগঠনের দায়িত্বে৷ ফলে প্রিয়াঙ্কা রাজ্যসভায় চলে গেলে উত্তরপ্রদেশে সংগঠন দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না কংগ্রেস৷
advertisement
কংগ্রেসের বরিষ্ঠ নেতাদের মধ্যে গুলাম নবি আজাদ ফের রাজ্যসভায় যাচ্ছেন, তা এক প্রকার নিশ্চিত৷ কিন্তু জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, করুণা শুক্লা, রণদীপ সিং সুরজেওয়ালা ও ভূপিন্দর সিং হুডাদের রাজ্যসভায় পাঠানো হবে কি না, তা এখনও বোঝা যাচ্ছে না৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2020 10:08 AM IST