Parliament Special Session: সাংসদদের গ্রুপ ছবি তোলার প্রস্তুতি, বাড়ল লোকসভা ভোট এগনোর জল্পনা
- Published by:Debamoy Ghosh
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
‘বিশেষ’ অধিবেশনের ঠিক আগেই তৈরি করা হয়েছে এই কমিটি৷ যার জেরে এক প্রকার ঘৃতাহূতি পড়েছে ‘ভোট এগিয়ে’ নিয়ে আসার যাবতীয় জল্পনায়৷
নয়াদিল্লি: সময়ের আগে লোকসভা নির্বাচন এগিয়ে আনার জল্পনা বাড়ল। সেপ্টেম্বরের ১৮ থেকে ২২ পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে মোদি সরকার। সেই অধিবেশনেই সাংসদদের গ্রুপ ছবি তোলা এবং সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে। সাধারণভাবে, লোকসভা নির্বাচনের পর প্রথম এবং শেষ অধিবেশনে এই গ্রুপ ছবি তোলা এবং সংগ্রহ করা হয়। ফলে এবারই ছবি তোলা এবং সংগ্রহ করা হলে সংসদীয় নিয়ম অনুযায়ী এটাই হবে সংসদের শেষ অধিবেশন।
লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে করতে চায় মোদি সরকার। তার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রয়েছেন এই কমিটির শীর্ষে রয়েছেন।
advertisement
শুক্রবার সকালে তাঁর বাড়িতে গিয়ে রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নভেম্বরে রাজস্থান, মধ্যপ্রদেশ সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই সময়েই লোকসভা নির্বাচন করতে পারে বিজেপি সরকার। সূত্রের খবর, নতুন কমিটির প্রধানের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই রামনাথ কোবিন্দের বাড়িতে পুষ্পস্তবক নিয়ে শুক্রবার সকালে পৌঁছে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷
advertisement
যদিও দু’জনের মধ্যে কী কথা হয়েছে তা জানা যায়নি৷ কিন্তু, কোবিন্দের সঙ্গে নড্ডার এই তড়িঘড়ি দেখা করার পরে রাজনৈতিক মহলে জোর জল্পনা, ‘তবে লোকসভা নির্বাচন এগিয়ে আসতে চলেছে?’ বৃহস্পতিবারই সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন বসতে চলেছে৷ পাঁচ দিনের এই অধিবেশনে বিশেষ আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি৷
advertisement
এ দিকে, সেই ‘বিশেষ’ অধিবেশনের ঠিক আগেই তৈরি করা হয়েছে এই কমিটি৷ যার জেরে এক প্রকার ঘৃতাহূতি পড়েছে ‘ভোট এগিয়ে’ নিয়ে আসার যাবতীয় জল্পনায়৷ আগামী নভেম্বর-ডিসেম্বরেই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন৷ অন্যদিকে, ২০২৪-এর মে-জুন নাগাদ দেশের লোকসভা নির্বাচন হওয়ার কথা৷ তারপরেও, একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে৷ বিরোধীদের একাংশের বক্তব্য, এই ভাবে আসলে লোকসভা নির্বাচন এগিয়ে এনে বিধানসভা নির্বাচনের সঙ্গে করার ‘চেষ্টা’ করছে বিজেপি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2023 8:44 PM IST