Janmashtami Special Train : মাত্র ৫৫ টাকায় মথুরা! জন্মাষ্টমী মেলার জন্য বিশেষ ট্রেন চালু করল রেল, জানুন কোথা থেকে ছাড়বে ট্রেন

Last Updated:

Janmashtami Special Train : রেলের তরফ থেকে ৬ সেপ্টেম্বর বুধবার থেকে ৯ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত কোটা এবং মথুরার মধ্যে কৃষ্ণ জন্মাষ্টমী ফেয়ার স্পেশ্যাল মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাত্র ৫৫ টাকায় মথুরা! জন্মাষ্টমী মেলার জন্য বিশেষ ট্রেন, সফরের আগে জানুন বিশদে
মাত্র ৫৫ টাকায় মথুরা! জন্মাষ্টমী মেলার জন্য বিশেষ ট্রেন, সফরের আগে জানুন বিশদে
জন্মাষ্টমীর ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করল রেল। জন্মাষ্টমীর উৎসবে রাজস্থানের ভরতপুর, গঙ্গাপুর-সহ কোটা এবং আশেপাশের অঞ্চল থেকে বহু ভক্ত মথুরা বৃন্দাবন তীর্থ করতে যান। এই সময় যাত্রী-চাপ বেড়ে যায় বহুগুণ। সেকথা মাথায় রেখেই রেল প্রশাসনের তরফে বিশেষ পদক্ষেপ করা হয়েছে। জন্মাষ্টমী মেলা উপলক্ষে বিশেষ মেমু ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে। আগামী চারদিন এই ট্রেন চলবে। ফলে অনেকটাই সুবিধা হবে যাত্রীদের।
রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রোহিত মালব্য জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, রেলের তরফ থেকে ৬ সেপ্টেম্বর বুধবার থেকে ৯ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত কোটা এবং মথুরার মধ্যে কৃষ্ণ জন্মাষ্টমী ফেয়ার স্পেশ্যাল মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনটি যাতায়াত মিলিয়ে চারবার চলবে। ৮ টি মেমু ট্রেনে মোট ৮টি কোচ থাকবে।
advertisement
advertisement
এই ট্রেনে দেওয়া হবে বেশ কিছু স্টপেজ—
ট্রেন নম্বর ০৯৮১৯ কোটা থেকে মথুরা মেমু স্পেশাল ট্রেনটি ৬ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর সকাল ৭ টায় কোটা স্টেশন থেকে ছাড়বে। ইন্দরগড়ে পৌঁছবে সকাল ৭ টা ৫৯ মিনিটে, সুমেরগঞ্জমান্ডিতে পৌঁছবে সকাল ৮টা ৩৮ মিনিটে, সাওয়াই মাধোপুর পৌঁছবে সকাল ৯টা ৩০ মিনিটে, মালার্না পৌঁছবে সকাল ৯টা ৪০ মিনিটে, গঙ্গাপুর সিটি পৌঁছবে সকাল ১০টা ১০ মিনিটে, শ্রী মহাবীর জি পৌঁছবে সকাল ১০টা ২৩ মিনিটে, হিন্দাউন সিটি পৌঁছবে সকাল ১০টা ৫৩ মিনিটে, বায়ানা ভরতপুর স্টেশনে পৌঁছাবে বেলা ১১টা ৪৩ মিনিটে, মথুরা স্টেশন পৌঁছবে বেলা ১২টা ৫০ মিনিটে।
advertisement
মাত্র ৫৫ টাকায় মথুরা ভ্রমণ—
জন্মাষ্টমী উপলক্ষে এই ট্রেন চালু হওয়ায় বিশেষ উপকৃত হবেন এলাকার বাসিন্দারা, তীর্থযাত্রীরা। এই বিশেষ ট্রেনটি কোটা রেলওয়ে স্টেশন থেকে চালানো হচ্ছে। হিন্দাউন রেলওয়ে স্টেশন ও সংলগ্ন এলাকার যাত্রীরাও এই বিশেষ ট্রেনের সুবিধা পেতে পারেন।
হিন্দাউন রেলওয়ে স্টেশনের সিবিএসই উদয়ভানু মীনা জানিয়েছেন, এই ট্রেনটি হিন্দাউন সিটি রেলওয়ে স্টেশনে পৌঁছবে সকাল ১০টা ২৩ মিনিটে। যাত্রীরা মাত্র ৫৫ টাকায় টিকিট কেটে ভ্রমণ করতে পারেন আরামে।
বাংলা খবর/ খবর/দেশ/
Janmashtami Special Train : মাত্র ৫৫ টাকায় মথুরা! জন্মাষ্টমী মেলার জন্য বিশেষ ট্রেন চালু করল রেল, জানুন কোথা থেকে ছাড়বে ট্রেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement