করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক, হাসপাতালগুলিকে দেওয়া হল 'এই' বিশেষ নির্দেশ
- Published by:Rachana Majumder
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
নবান্ন সূত্রে খবর, বিভিন্ন জেলায় করোনা আক্রান্তদের উপর বিশেষভাবে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি রাজ্যজুড়ে প্রথম ধাপে ৩৭১৮টি বেড কোভিডের জন্য রাখা হয়েছে।
#কলকাতা: করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যসচিব। বুধবারের বৈঠকে জেলাশাসকদের পাশাপাশি জেলা স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল কলেজের প্রিন্সিপালরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই জেলাগুলিকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যসচিব।
নবান্ন সূত্রে খবর, বিভিন্ন জেলায় করোনা আক্রান্তদের উপর বিশেষভাবে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি রাজ্যজুড়ে প্রথম ধাপে ৩৭১৮টি বেড কোভিডের জন্য রাখা হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত ২৬ শতাংশ মানুষের বুস্টার ডোজ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বাকি রয়েছে অনেকেই। তাই রাজ্যের যে বুস্টার ডোজ প্রয়োজন রয়েছে সেকথা কেন্দ্রকে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।
advertisement
আরও পড়ুন: Cooch Behar News: কাজকর্মের নিরিখে কত পেল কি জানালেন গুড়িয়াহাটি গ্রাম পঞ্চায়েতের মানুষেরা! জানুন বিস্তারিত
পাশাপশি, পরীক্ষা বাড়ানোর কথা বলা হয় এদিনের বৈঠকে৷ মুখ্যসচিবের কড়া নির্দেশ, সব ধরনের কিট যাতে প্রস্তুত থাকে সেগুলি দেখতে হবে। অক্সিজেন কন্সেন্ট্রেটরের ব্যবস্থা রাখতে হবে হাসপাতালগুলিতে। যাঁদের শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা রয়েছে, তাঁদের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। এয়ারপোর্টে নজরদারি আরও বাড়াতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: সহযোগিতা করবে বর্ধমান মেডিক্যাল, রেণু খাতুনের হাত প্রতিস্থাপনের জন্য অর্থ বরাদ্দ জেলা পরিষদের
সম্প্রতি রাজ্যে বিদেশ ফেরত দুজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাই এদিনের বৈঠকে এয়ারপোর্টে আরও নজরদারি বাড়ানোর পক্ষেও সওয়াল করেন মুখ্যসচিব৷ রাজ্যের তরফে ভ্যাকসিন চেয়ে কেন্দ্রকে প্রয়োজনীয় চিঠি লেখা হচ্ছে বলেও সূত্রের খবর। হাসপাতালগুলিতে ইতিমধ্যেই অক্সিজেন প্লান্ট-সহ যে একাধিক পরিকাঠামো নির্মাণ করা হয়েছে, সেগুলি যাতে ফের কার্যকরী করা হয় সেই বিষয়েও নির্দেশ দেন মুখ্যসচিব। সম্প্রতি করোনা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে রাজ্য। মনে করা হচ্ছে, এদিনের বৈঠকে কেন্দ্রের তরফে এখনও কী কী অ্যাডভাইজারি এসেছে তা নিয়েও বিভিন্ন জেলা হাসপাতাল, জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা করেন মুখ্যসচিব।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2022 2:16 PM IST