হাজার হাজার মানুষের ভিড়েও সহজেই করোনা আক্রান্তকে চিহ্নিত করতে পারবে এই মেশিন

Last Updated:

এই বিশেষ ড্রোনের মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করার পাশাপাশি শীঘ্রই পুলিশ ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের এই বিষয়ে খবর দেওয়া যাবে ৷

#হায়দরাবাদ: করোনা ভাইরাস যে ভাবে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে তার থেকে বাঁচার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ একদিকে দেশজুড়ে বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ অন্যদিকে আবার টেকনিশিয়ানরা রোবট ও অন্যান্য উপকরণ তৈরি করতে ব্যস্ত যার সাহায্য করোনা ভাইরাস মহামারীর সঙ্গে লড়াই করতে সুবিধা হতে পারে ৷ আইআইটির তিন প্রাক্তন ছাত্রের স্টার্টআপ এরকমই একটি গ্যাজেট তৈরি করেছে ৷ তাদের দাবি এর মাধ্যমে ভিড়ের মধ্যেও সহজেই করোনা আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করা যাবে ৷ এই বিশেষ ড্রোনের মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করার পাশাপাশি শীঘ্রই পুলিশ ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের এই বিষয়ে খবর দেওয়া যাবে ৷
হায়দরাবাদের ওই স্টার্টআপের তৈরি ড্রোনের নাম মারুত ৷ ড্রোনের ইনফ্রারেড ক্যামেরার লেন্স ভিড়ের মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করার পাশাপাশি তাকে আইসোলেট করতে সাহায্য করবে ৷ ভিড়ে উপস্থিত সমস্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা মাপবে এই ড্রোন ৷ যার শরীরের জ্বর থাকবে তাকে চিহ্নিত করবে ৷ দাবি করা হয়েছে, লকডাউনের পর যে ছাড় বর্তমানে দেওয়া হয়েছে তাতে সংক্রমণ যাতে বেশি ছড়িয়ে না পড়ে তাতে সাহায্য করবে এই ড্রোন ৷ লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার পর করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে এই ড্রোন ৷
advertisement
থার্মাল স্ক্রিনিংয়ের জন্য এয়ারবোর্ন ইনফ্রারেড ক্যামেরা একাধিক পরীক্ষা করা হয়েছে ৷ প্রত্যেক বার এর রেজাল্ট সঠিক পাওয়া গিয়েছে ৷ এয়ারবোর্ন থার্মাল স্ক্রিনিংয়ের রেজাল্ট রিয়াল টাইমে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের টিমকে পাঠানো যাবে ৷ ভিড়ের মধ্যে আক্রান্ত ব্যক্তিকে সবার থেকে আলাদা করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হবে ৷ এছাড়া ড্রোনের লাউড স্পিকারের মাধ্যমেও চিহ্নিত ব্যক্তিকে দাঁড়াতে বা ভিড় থেকে দূরে সরে যেতে বলা যাবে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হাজার হাজার মানুষের ভিড়েও সহজেই করোনা আক্রান্তকে চিহ্নিত করতে পারবে এই মেশিন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement