Railway Recruitment 2021: শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে রেলের শূন্যপদে নিয়োগ, আগামিকালই আবেদনের শেষ দিন
- Published by:Shubhagata Dey
Last Updated:
দক্ষিণ-পূর্ব রেলের চলতি বছরে কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে।
#নয়াদিল্লি: বেশির ভাগ সরকারি চাকরিতেই একটা পরীক্ষা দেওয়ার ব্যাপার থাকে। কিন্তু দক্ষিণ-পূর্ব রেলের চলতি বছরের কর্মসংস্থানে যে ৫৩টি পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে, তা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে। উপযুক্ত প্রার্থীর যোগ্যতা বিচার করে রেলের ইন্টারভিউ বোর্ডের কর্মকর্তারা টেলিফোন বা ভিডিও কলের মাধ্যমে এই ইন্টারভিউ নেবেন। স্টাফ নার্স, ড্রেসার, হসপিটাল অ্যাটেনড্যান্ট এবং হাউজ কিপিং অ্যাসিসট্যান্ট- এই চারটি পদে মোট ৫৩ জন কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
#শিক্ষাগত যোগ্যতাঃ স্টাফ নার্স পদের জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের প্রতিষ্ঠিত কোনও নার্সিং স্কুল থেকে ৩ বছরের জেনারেল নার্সিং এবং ধাত্রীবিদ্যায় কোর্স শেষ করার সার্টিফিকেট থাকতে হবে।
বাকি পদে আবেদনকারীদের ম্যাট্রিকুলেশন, হায়ার সেকেন্ডারি বা সমতুল্য কোনও ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।
advertisement
#চাকরির জন্য আবেদন করার বয়সসীমাঃ স্টাফ নার্স পদের জন্য যাঁরা আবেদন রবেন, তাঁদের বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
advertisement
অন্য পদে যাঁরা আবেদন করবেন, তাঁদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
#কী ভাবে বাছাই করা হবে উপযুক্ত প্রার্থীঃ আগ্রহী ব্যক্তিদের প্রথমে অনলাইনে একটি ফর্ম ফিল আপ করতে হবে। তার সেই ফর্মের সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতা এবং অন্য নথিপত্র স্ক্যান করে মেইল করতে হবে এই ঠিকানায়- srdpoadra@gmail.com। এর পর বাছাই করা প্রার্থীদের টেলিফোন বা ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। মনোনীত হলে সংশ্লিষ্ট প্রার্থীর ডাক পড়বে জমা দেওয়া নথিপত্র ভেরিফিকেশনের জন্য।
advertisement
#কী ভাবে অনলাইনে আবেদন করতে হবেঃ
১.সবার প্রথমে যেতে হবে দক্ষিণ-পূর্ব রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে- ser.indianrailways.gov.in
২. হোমপেইজের News & Updates সেকশন থেকে ক্লিক করতে হবে Employment Notification-এ।
৩. এবার SER para-medical staff recruitment 2021 লিঙ্কে ক্লিক করতে হবে।
৪. নিয়মাবলী ভালো করে পড়ে নিয়ে ফর্মটি ডাউনলোড করে তার একটা প্রিন্ট আউট নিতে হবে।
advertisement
৫. ফর্ম ফিল আপ করে তার স্ক্যান করা কপি এবং অন্য নথির স্ক্যান করা কপি মেইল করতে হবে এই ঠিকানায়- srdpoadra@gmail.com
উল্লেখ্য, ৭ মে, ২০২১ তারিখে সন্ধ্যা ৬টা পর্যন্তই আবেদন করা যাবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2021 5:26 PM IST