হোম /খবর /দেশ /
ভারতে ঢুকে পড়ল দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেন, আক্রান্ত ৪, বাড়ছে আতঙ্ক

ভারতে ঢুকে পড়ল দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেন, আক্রান্ত ৪, বাড়ছে আতঙ্ক

আক্রান্ত সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ তাঁদের সংস্পর্শে আসা সমস্ত ব্যক্তিদের টেস্ট করা হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেন এবার মিলল ভারতে ৷ দক্ষিণ আফ্রিকাতে দেশে ফেরত আসা ৪ জনের মধ্যে করোনার এই নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে ৷ আক্রান্ত সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ তাঁদের সংস্পর্শে আসা সমস্ত ব্যক্তিদের টেস্ট করা হয়েছে ৷ এর আগে ব্রাজিলের করোনা ভাইরাসের স্ট্রেন পাওয়া গিয়েছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ৷ তবে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনার ভাইরাসের স্ট্রেন ব্রিটেনের স্ট্রেনের থেকে আলাদা ৷

কেরল ও মহারাষ্ট্রে করোনার প্রকোপ জারি রয়েছে ৷ এই দুই রাজ্যে দেশের ৭২ শতাংশ অ্যাক্টিভ কেস রয়েছে ৷ তবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন অনেকটাই কমেছে ৷ দেশে বর্তমানে ১.৪০ লক্ষের কম কোভিড ১৯ রোগী রয়েছে ৷ মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷ মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দ্বিতীয় ওয়েভের আশঙ্কা করা হচ্ছে ৷

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, কেরলে ৬১,৫৫০ ও মহারাষ্ট্রে ৩৭,৩৮৩ অ্যাক্টিভ কেস রয়েছে যা দেশের অ্যাক্টিভ কেসের ৭২ শতাংশ ৷ স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, গত ৭ দিনে দেশে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে ৫৬ নতুন কেস পাওয়া গিয়েছে ৷ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯ লক্ষ ২৫ হাজার ৫৩১ ৷ এখনও পর্যন্ত কোভিড ১৯-এ ১ লক্ষ ৫৫ হাজার ৮৫০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে ৷

মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৮৭ লক্ষ ৪০ হাজার ৫৯৫ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Corona New Strain