Sonia Gandhi: জয়পুরে সনিয়া গান্ধি, রাজ্যসভায় মনোনয়ন দেবেন রাজস্থান থেকে

Last Updated:

Sonia Gandhi: অশোক গেহলট৷ বলেছেন, সনিয়া গান্ধি রাজস্থানের আসন নির্দিষ্ট করায় কংগ্রেস কর্মীদের কাছে ইতিবাচক বার্তা যাবে৷

ছবি:পিটিআই
ছবি:পিটিআই
নয়াদিল্লি: রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার জন্য জয়পুরে পৌঁছলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধি৷ রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন দেবেন তিনি৷ জয়পুরে তাঁর সঙ্গী হয়েছেন রাহুল গান্ধি ও মেয়ে প্রিয়ঙ্কা গান্ধি৷ এ দিন দুপুরের দিকে তাঁরাও জয়পুরে এসে পৌঁছবেন৷ এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর নিশ্চিত করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ তিনি বলেছেন, সনিয়া গান্ধি রাজস্থানের আসন নির্দিষ্ট করায় কংগ্রেস কর্মীদের কাছে ইতিবাচক বার্তা যাবে৷
অশোক গেহলট বলেছেন, ‘তিনি অন্য যে কোনও রাজ্য থেকেই নিজের মনোনয়ন দিতে পারতেন৷ কিন্তু এই কথা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে যে তিনি রাজ্যসভায় সাংসদ হওয়ার জন্য রাজস্থানকে পছন্দ করেছেন৷ আমরা সকলেই বুঝতে পারছি, বিশ্বের কাছে এই বার্তা পৌঁছে যাবে৷ আপনারা বিশ্বাস করতেও পারবে না আমরা কতটা গর্বিত৷ এর ফলে বিজেপি সরকারের কাছেও একটি বার্তা যাবে৷’
advertisement
advertisement
লোকসভার সাংসদ হিসাবে দীর্ঘদিন ধরে থাকার পর, এ বার প্রথমবারের জন্য রাজ্যসভার আসন থেকে রাজ্যসভার সাংসদ হতে চলেছে৷ সনিয়া গান্ধি রায়বেরিলি আসনে লড়াই করেছিলেন৷ তিনি আগামী লোকসভা নির্বাচনে লড়াই করবেন না৷ ২০১৯ সালে সাধারণ নির্বাচনের সময় সনিয়া গান্ধি বলেছিলেন তিনি লোকসভা নির্বাচনে আর লড়াই করবেন না৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi: জয়পুরে সনিয়া গান্ধি, রাজ্যসভায় মনোনয়ন দেবেন রাজস্থান থেকে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement