Women's Quota Bill: ‘রাজীব জি’-এর স্বপ্ন পূর্ণ হল, দ্রুত আইন করা হোক’, সংসদে বললেন সনিয়া গান্ধি

Last Updated:

Women's Quota Bill: এ দিন সংসদে বক্তব্য রাখার সময় বলেন, এই বিল নিয়ে দীর্ঘসূত্রিতা কেন্দ্রীয় সরকারের গাফিলতির প্রকাশ৷

সংসদে সনিয়া
সংসদে সনিয়া
নয়াদিল্লি: বিশেষ সংসদের অধিবেশনের তৃতীয় দিনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বক্তব্য রাখলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধি৷ আগেই ঘোষণা করা হয়েছিল, কংগ্রেস এই বিষয়ে পূর্ণ সমর্থন করবে, সেই মতই বক্তব্য রাখলেন তিনি৷ তিনি বললেন, এই বিষয়ে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে৷ অর্থাৎ মোদি সরকারের আনা ‘নারী শক্তি বন্দন অধিনয়ম ২০২৩’ বিলকে সমর্থন করলেন তিনি, পাশাপাশি বললেন, এটি যেন এখনই কার্যকর করা হয়৷
এ দিন সংসদে বক্তব্য রাখার সময় বলেন, এই বিল নিয়ে দীর্ঘসূত্রিতা কেন্দ্রীয় সরকারের গাফিলতির প্রকাশ৷ তিনি বলেন, ‘নারী শক্তি বন্দন অধিনয়ম ২০২৩’ বিলটিকে আমরা পূর্ণ সমর্থন করছি৷ কিন্তু মহিলাদের এই বিষয়ের সুবিধা পেতে আইন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ আমরা সেটা চাই না, আমরা চাই এই বিলটিকে যেন এখনই আইনে পরিণত করা হয়৷ এই বিলটি আনার বিষয়ে অতিরিক্ত দেরি করেছে কেন্দ্রীয় সরকার৷ আমি সরকারকে অনুরোধ করব এখনই যেন আইন করা হয়৷’’
advertisement
advertisement
পাশাপাশি তিনি বলেন, বিভিন্ন পিছিয়ে পড়া শ্রেণির মহিলাদের জন্য যেন আলাদা করে সংরক্ষণ করা হয়৷ তবে তাঁর বক্তব্য শুরু হওয়ার আগেই তিনি ঘোষণা করেন, ‘এটি রাজীব গান্ধির স্বপ্নের বিল৷’ সনিয়া বলেন, ‘আমার জীবনের ক্ষেত্রে এটি একটি আবেগঘন মুহূর্ত৷ আমার জীবনসঙ্গী রাজীব গান্ধি প্রথমবার স্থানীয় স্তরে মহিলা প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য মহিলা সংরক্ষণের আইন এনেছিলেন৷ রাজ্যসভায় সেই আইন হেরে গিয়েছিল মাত্র সাতটি ভোটে৷ পরে পিভি নরসিমহা রাও এর নেতৃত্বে চলা কংগ্রেসের সরকার এই আইন পাশ করে৷ যার জন্য সারা দেশে স্থানীয় স্তরে ১৫ লক্ষ নির্বাচিত মহিলা প্রতিনিধি আমরা পেয়েছি৷ তবে রাজীব গান্ধির স্বপ্ন অর্ধেক পূর্ণ হয়েছিল, আজ এই বিলের মাধ্যমে বৃত্ত সম্পূর্ণ হল৷’’
advertisement
আরও পড়ুন– পেট পরিষ্কার রাখতে ঘরে তৈরি এইসব জ্যুসের জুড়ি মেলা ভার; ডায়েটে থাকলে আর কাছে ঘেঁষবে না কোনও রোগও
সনিয়া আরও বলেন, ‘‘আমি একটি প্রশ্ন করতে চাই, ভারতীয় মহিলারা শেষ ১৩ বছর ধরে এই বিলের অপেক্ষা করছিলেন৷ এখন তাঁদের আরও কয়েকটি বছর অপেক্ষা করতে বলা হচ্ছে৷ আর কতবছর তাঁরা অপেক্ষা করবেন? ভারতীয় মহিলাদের সঙ্গে এই ব্যবহার কী সঠিক? আমরা তাই চাইছি, দ্রুত এই আইন কার্যকর করা হোক৷’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Women's Quota Bill: ‘রাজীব জি’-এর স্বপ্ন পূর্ণ হল, দ্রুত আইন করা হোক’, সংসদে বললেন সনিয়া গান্ধি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement