Sonam Raja Raghuvanshi Latest News: একজনের সঙ্গেই যোগাযোগ রাখত সোনম, সে কে? শিলং না গিয়ে কী করে 'মাস্টারমাইন্ড' হয়ে উঠল সোনমের 'বয়ফ্রেন্ড' রাজ? চমকে যাবেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অনুমান, শিলং পৌঁছে চারজন (সোনম এবং তিন খুনি) রাজা রঘুবংশীকে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং তাকে হত্যা করে। সোনম ইচ্ছাকৃতভাবে রাজাকে সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। হত্যার পর তারা শিলং ছেড়ে গুয়াহাটিতে পৌঁছয়। এরপর সবাই বিভিন্ন পথে চলে যায় যাতে পুলিশকে বিভ্রান্ত করা যায়।
ভোপাল: রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সোনম রঘুবংশীকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযোগ, নিজের প্রেমিকের সঙ্গে পরকীয়ার সম্পর্কের জেরেই হনিমুনে গিয়ে স্বামীকে খুন করিয়েছেন সোনম৷ রাজা এবং সোনম প্রথমে নিখোঁজ হন। তারপর রাজার মৃতদেহ একটি খাদে পাওয়া যায়। সোনম নিখোঁজ ছিলেন। সোমবার হঠাৎ করেই উত্তর প্রদেশের গাজিপুর থেকে সোনম রঘুবংশী ধরা পড়ে। আশ্চর্যের বিষয় হল হত্যার মূল পরিকল্পনাকারী রাজ কুশওয়াহা কখনও শিলং যাননি। এরসঙ্গেই যোগাযোগ রাখতেন সোনম।
শিলং পুলিশের মতে, রাজ কুশওয়াহা এবং সোনমের মধ্যে ইতিমধ্যেই প্রেমের সম্পর্ক ছিল। দুজনেই একে অপরকে চিনত এবং নিয়মিত যোগাযোগ রাখত। কিন্তু কেউ ভাবেনি যে এই সম্পর্ক একদিন খুনের কারণ হয়ে উঠবে। রাজ নিজে শিলং আসেননি কিন্তু ফোনের মাধ্যমে পুরো পরিকল্পনাটি বাস্তবায়ন করেছিলেন। তিনি তিনজন কন্ট্রাক্ট কিলার -আকাশ, বিশাল এবং আনন্দকে ভাড়া করে শিলং পাঠিয়েছিলেন। এই পরিকল্পনায় সোনম তাকে সহায়তা করেছিলেন।
advertisement
advertisement
অনুমান, শিলং পৌঁছে চারজন (সোনম এবং তিন খুনি) রাজা রঘুবংশীকে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং তাকে হত্যা করে। সোনম ইচ্ছাকৃতভাবে রাজাকে সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। হত্যার পর তারা শিলং ছেড়ে গুয়াহাটিতে পৌঁছয়। এরপর সবাই বিভিন্ন পথে চলে যায় যাতে পুলিশকে বিভ্রান্ত করা যায়। পুলিশ যখন তদন্ত শুরু করে, তখন সোনমের কল ডিটেইলস থেকে স্পষ্ট হয়ে যায় যে সে রাজ কুশওয়াহার সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছিল। এখান থেকেই সন্দেহের তীর সোনমের দিকে পৌঁছয়। পুলিশ প্রথমে ললিতপুরে আকাশ রাজপুতকে গ্রেফতার করে। এরপর বিশাল এবং রাজ কুশওয়াহাকে ইন্দোর থেকে গ্রেফতার করা হয়। সোনম নিজেই গাজিপুরে আত্মসমর্পণ করে, আর আনন্দকে সাগর থেকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত মোট পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকে শীঘ্রই শিলংয়ে আনা হবে এবং আদালতে হাজির করার পর তাদের পুলিশ রিমান্ডে নেওয়া হবে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 09, 2025 5:10 PM IST