#মুম্বই: দু’জনেই বলি-ডিভা ৷ একজন বিশ্বসুন্দরী তো একজন দেশি ফ্যাশানিস্তা ৷ দু’জনের রূপের জাদুতে বছরের বছরের পর জেল্লা বেড়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর রেড কার্পেট ৷ এঁরা হলেন ঐশ্বর্য রাই বচ্চন আর অন্যজন সোনম কাপুর ৷
দুই সুন্দরীর মধ্যে গত এক দশক ধরে ঠান্ডা লড়াই চলে আসছে ৷ এতো জানে গোটা ইন্ডাস্ট্রিই ৷ আজ সোনমের বিয়ে ৷ আর তাঁর বিয়েতে রাই-সুন্দরী আসতে চলেছেন কিনা তা নিয়ে জল্পনা চরমে ৷
একটা সময় একটি প্রসাধন সামগ্রীর ব্র্যান্ডের মুখ হিসেবে ঐশ্বর্যকে রিপ্লেস করেছিলেন অনিল-কন্যা ৷ আর সে সময় ‘আন্টি’ বলে ঐশ্বর্যকে সম্বোধন করে বচ্চন বাড়ির বউমার চক্ষুশূল হয়েছিলেন তিনি ৷ তবে ঐশ্বর্য কিন্তু চুপই ছিলেন ৷ অবশেষে ঠান্ডা লড়াইয়ে ইতি টানলেন সোনমই ৷ বিয়ের নিমন্ত্রণ জানিয়ে ঐশ্বর্যকে ফোন করেছেন তিনি ৷ শোনা যাচ্ছে, সম্প্রতি ডিজাইনার সন্দীপ খোসলার ভাইজির বিয়েতে হাজির হয়ে অনিল কাপুর এবং সুনিতা কাপুর একসঙ্গে গিয়ে ঐশ্বর্যর সঙ্গে কথা বলেন এবং মেয়ের বিয়ের নিমন্ত্রণ করেন। ঐশ্বর্য নাকি সব রাগ, ক্ষোভ ভুলে সোনমের বিয়েতে হাজির হবেন বলে কথা দিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aishwarya Rai Bachchan, Bollywood Actress, Bollywood Celebrity, Sonam kapoor marriage, Sonam kapoor wedding, Sonamkishadi