শৌচাগারকে পরিষ্কার এবং নিরাপদ রাখার কিছু উপায়!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
ভারতে, আমরা স্যানিটেশনের কাজকে আমাদের মতো সাধারণ মানুষের কাজ হিসেবে গণ্য করি না, আর তাই কেউ আমাদেরকে কোনোদিন শেখায়নি কিভাবে আমাদের নিজেদের বাড়িতে, আমাদের নিজেদের শৌচাগারকে (টয়েলেট) পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়।
ভালভাবে জীবনযাপন করতে গেলে কিছু কাজ আছে যেগুলোকে কিভাবে করতে হয় সেটা সবার জানা উচিত। উদাহরণস্বরূপ, জীবন আপনাকে যেখানেই নিয়ে যাক না কেন, আপনি যদি নিজে রান্না করতে জানেন সেটা আপনার খরচকে অনেকটা কমাতে সাহায্য করে। গাড়ি চালাতে জানলে সেটা আপনাকে স্বাধীনতা আর সুরক্ষা দেয়। আত্মরক্ষা করতে জানলে সেটা আপনাকে বিশ্বে এগিয়ে যাওয়ার জন্য আত্মবিশ্বাস দেয়। অন্যান্য কাজগুলোর মধ্যে রয়েছে কিভাবে আপনি আপনার বাড়িকে গুছিয়ে রাখবেন, কীভাবে কম্পিউটার চালাবেন, কীভাবে অনলাইনে শপিংয়ের ক্ষেত্রে ডিসকাউন্ট আছে কিনা তা দেখবেন… আর এই তালিকাটা বাড়তেই থাকবে।
কিন্তু তাও, এমন একটা জিনিস রয়েছে যেটার ব্যাপারে প্রায় কেউই ভাবে না: আর সেটা হলো আপনার নিজের শৌচাগারকে (টয়েলেট) কিভাবে পরিষ্কার রাখতে হয় এবং সেটাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় সেই ব্যাপারে জানা। এটা আমাদের সমাজ ও সংস্কৃতির ফলে হয়েছে। ভারতে, আমরা স্যানিটেশনের কাজকে আমাদের মতো সাধারণ মানুষের কাজ হিসেবে গণ্য করি না, আর তাই কেউ আমাদেরকে কোনোদিন শেখায়নি কিভাবে আমাদের নিজেদের বাড়িতে, আমাদের নিজেদের শৌচাগারকে (টয়েলেট) পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তাই আমাদের সাধারণ শৌচাগারগুলোকে (টয়েলেট) যেরকম দেখতে লাগে সেটা দেখে অবাক হওয়ার কিছু নেই।
advertisement
নোংরা শৌচাগার আপনাকে অসুস্থ করে তুলতে পারে
নোংরা বা ক্ষতিগ্রস্ত শৌচাগার (টয়েলেট) রোগের প্রজনন ক্ষেত্র হয়ে উঠতে পারে, যেখানে জমে থাকা জল রোগ বহনকারী বাহকদেরকে আকর্ষণ করে আর অপরিশোধিত বর্জ্য আমাদের জমি ও জলকে দূষিত করে। এই দূষণ শুধুমাত্র সেই ব্যক্তির জন্যই ক্ষতিকারক নয় যিনি এই নোংরা বা ক্ষতিগ্রস্থ শৌচাগার ব্যবহার করছেন বরং এটা আমাদের সবার জন্য ক্ষতিকারক। আমরা সবাই এই একই হাওয়া, জল আর জমি ব্যবহার করছি।
advertisement
advertisement
বর্ষাকালে বিভিন্ন ধরণের সমস্যা তৈরি হতে পারে – বিশেষ করে আমরা যাঁরা নিচতলায় থাকি তাঁদের জন্য। ভারী বৃষ্টির কারণে শৌচাগারের (টয়েলেট) ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হতে পারে। বন্যার জল সাধারণ শৌচাগারে (টয়েলেট) ঢুকে যেতে পারে এবং বাজে জিনিস, নর্দমার ময়লা আর অন্যান্য দূষিত পদার্থ দিয়ে সেগুলোকে নোংরা করতে পারে। অতিরিক্ত জলের কারণে শৌচাগারগুলোতে (টয়েলেট) জল উপচে পড়তে পারে এবং সেগুলো আটকে যেতে পারে যার ফলে সেগুলো ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এছাড়াও, জমে থাকা জল রোগ বহনকারী মশার প্রজননক্ষেত্রে পরিণত হতে পারে।
advertisement
খারাপ স্বাস্থ্যবিধি আর অপরিষ্কার শৌচাগারের (টয়েলেট) কারণে হওয়া সাধারণ রোগ
advertisement
advertisement
আপনার শৌচাগারকে পরিষ্কার এবং নিরাপদ রাখা
যেহেতু কেউ আমাদেরকে শৌচাগার পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করতে শেখায়নি, তাই আমরা এটা করার সময় অনেক ভুল করি। এখানে কিছু টিপস দেওয়া হলো যেগুলোকে আপনি মেনে চলতে পারেন:
পরিষ্কার করার সময় গ্লাভস পরে নিন
অনেকেই শৌচাগার (টয়েলেট) পরিষ্কার করার সময় গ্লাভস পরতে ভুলে যান, যার ফলে তাঁরা ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং জীবাণুর সংস্পর্শে আসেন। আপনার হাতকে সুরক্ষিত রাখতে আর ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়াকে আটকাতে টয়লেট পরিষ্কার করার সময় সবসময় গ্লাভস পরুন।
advertisement
তীব্র রাসায়নিক ব্যবহার করবেন না
আপনার হয়তো মনে হতে পারে যে অ্যাসিড এবং অন্যান্য খারাপ মানের টয়লেট পরিষ্কার করার পণ্যগুলোর মতো তীব্র রাসায়নিক আপনার শৌচাগারকে পরিষ্কার করে দেয় কিন্তু সেগুলো আসলে শৌচাগারের ক্ষতি করে থাকে (এর মধ্যে ছিদ্র তৈরি করে দেয় যার ফলে পরের বার পরিষ্কার করতে সমস্যা হয়) আর আপনার স্বাস্থ্যেরও ক্ষতি করতে পারে। এর পরিবর্তে, হারপিকের মতো প্রমাণিত শৌচাগার পরিষ্কার করার পণ্যগুলো ব্যবহার করুন, যেটা বিশেষ করে বাড়ির শৌচাগারে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে।
টয়লেট ব্রাশটা পরিষ্কার করতে ভুলে যাবেন না
যদি আপনি টয়লেট ব্রাশটাকে পরিষ্কার না করেন, তাহলে এটার মধ্যে জীবাণু আর ব্যাকটেরিয়া থেকে যায়। শৌচাগার পরিষ্কার করার পরে, ব্রাশটাকে ভালোভাবে ধুয়ে ফেলুন আর একটা পরিষ্কার, শুকনো জায়গায় সেটাকে রেখে দিন।
কোমোডের নিচের অংশ (বেস) এবং আশেপাশের জায়গাগুলো পরিষ্কার করুন
অনেকে শুধুমাত্র শৌচাগারের (টয়লেট) কোমোডের ভিতরের অংশকে পরিষ্কার করার দিকে মনোযোগ দেন, কিন্তু এটার নিচের অংশ (বেস) এবং আশেপাশের জায়গা পরিষ্কার করেন না। এই জায়গাগুলোকেও পরিষ্কার করতে ভুলবেন না, কারণ এই জায়গাগুলোতে ব্যাকটেরিয়া আর জীবাণু থাকতে পারে।
ক্লিনার লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন
আপনি যদি পরিষ্কার করার জন্য কোনো সলিউশন ব্যবহার করেন তবে সেটাকে ঘষার আগে সেটাকে লাগিয়ে যতক্ষণ সময় রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত রেখে দিন। এটা সলিউশনকে ভালোভাবে কাজ করতে এবং টয়লেটকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে সাহায্য করে।
কখনই ঢাকনা খোলা রেখে শৌচাগারের (টয়লেট) কোমোড ফ্লাশ করবেন না
এটার ফলে টয়লেট প্লাম হতে পারে। এটা সম্পূর্ণ বাথরুমে এবং আপনার পোশাকে (আর আপনার ফোনে, যদি আপনি সেটাকে ভিতরে নিয়ে যান) জীবাণু ও ব্যাকটেরিয়া ছড়িয়ে দিতে পারে। যাতে জীবাণু না ছড়িয়ে পড়ে তার জন্য ফ্লাশ করার আগে সবসময় ঢাকনা বন্ধ করে নেবেন।
একাধিক জায়গা পরিষ্কার করার জন্য একই কাপড় ব্যবহার করবেন না
বাথরুমের কোমোড এবং অন্যান্য জায়গা পরিষ্কার করার জন্য একই কাপড় ব্যবহার করলে সেটা জীবাণু এবং ব্যাকটেরিয়া ছড়াতে পারে। প্রতিটা জায়গা পরিষ্কার করার জন্য আলাদা আলাদা কাপড় ব্যবহার করুন এবং সেগুলোকে নিয়মিতভাবে ধুয়ে নিন।
শিক্ষার ক্ষেত্রে যে ফাঁকগুলো রয়েছে
আপনি কি সবকিছু ঠিকঠাকভাবে করছেন? সম্ভবত করছেন না, আর সেটা কোনো ব্যাপার না। এই বিষয়ে জ্ঞানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফাঁক রয়ে গেছে, আর স্বচ্ছ ভারত মিশনে মুখ্যমন্ত্রীদের সাব-গ্রুপও এই বিষয়ে সম্মতি জানিয়েছেন। আমরা আমাদের শৌচাগারগুলোকে (আমাদের পাবলিক টয়লেট সহ) সঠিকভাবে ব্যবহার করতে এবং রক্ষণাবেক্ষণ করতে পারি কিনা তা নিশ্চিত করার জন্য এই জ্ঞান, এবং এর উপযোগী আচরণের পরিবর্তন করার প্রয়োজন রয়েছে।
আর ঠিক এই কারণেই হারপিক, যা শৌচাগার (টয়েলেট) রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে, বাড়ির যত্ন নেওয়ার ক্ষেত্রে এই অবহেলিত বিষয়ে লোকেদেরকে শিক্ষিত করার জন্য ও জ্ঞান প্রদান করার জন্য এত বছর ধরে পরিশ্রম করে চলেছে। একটা বিষয়ে ভাবুন: শেষবার যখন আপনি আপনার কোমোডের ভিতরের অংশকে পরিষ্কার করেছিলেন, তখন আপনি জানতেন যে কিভাবে নজেলটাকে রাখতে হয় আর 20 মিনিট অপেক্ষা করতে হয় কারণ আপনি বছরের পর বছর ধরে হারপিকের বিজ্ঞাপনগুলোতে এটা দেখে আসছেন। এটাকেই বলে সঠিকভাবে যোগাযোগ করা। বছরের পর বছর ধরে, হারপিক উদ্ভাবনী, চিন্তা ভাবনাকে উদ্দীপিত করে এমন প্রচারাভিযান এবং আউটরিচ প্রোগ্রাম তৈরি করার মাধ্যমে বিশেষ ক্ষেত্রে ভালো শৌচালয় স্বাস্থ্যবিধির অভ্যাস এবং সামগ্রিকভাবে স্বচ্ছতার প্রয়োজনে শক্তিশালী যোগাযোগের কৌশল তৈরি করেছে।
হারপিক মিশন স্বচ্ছতা অর পানি তৈরি করার জন্য নিউজ 18-এর সাথেও হাত মিলিয়েছে। এটা হলো একটা আন্দোলন যা ব্যাপকভাবে স্বচ্ছতাকে বজায় রাখে, যেখানে প্রত্যেকের পরিষ্কার শৌচাগারে (টয়েলেট) যাওয়ার অধিকার রয়েছে। 3 বছর ধরে, এই উদ্যোগটা সমস্ত লিঙ্গ, যোগ্যতা, বর্ণ এবং জাতির জন্য সমান অধিকারের সমর্থন করে আর শৌচাগার পরিষ্কার রাখা যে প্রত্যেকের দায়িত্ব সমর্থন করে সেটার জন্য লড়াই করে চলেছে। সকলের জন্য পরিষ্কার এবং নিরাপদ শৌচাগার থাকার অর্থ হলো আমাদের সম্প্রদায়ের প্রত্যেকের স্বাস্থ্য ভালো আছে, আমাদের শিশুরা বেশিরভাগ দিন স্কুলে কাটায় এবং কম দিন অসুস্থ থাকে, মেয়েরা স্কুলের পড়াশোনা ছেড়ে দেয় না, আমাদের কর্মক্ষেত্রগুলি আরো বৈচিত্র্যময় জায়গা হয়ে উঠেছে এবং আমাদের শহর ও টাউনগুলি আরো পরিষ্কার, নিরাপদ হয়ে উঠেছে এবং সেখানে সবাইকে স্বাগত জানানো হচ্ছে।
মিশন স্বচ্ছতা অর পানি শৌচাগার (টয়েলেট) ব্যবহারের ক্ষেত্রে প্রতিটা ধারণাযোগ্য বিষয়ে আর এটা কিভাবে আমাদেরকে আর সম্পূর্ণ সমাজকে প্রভাবিত করে সেই ব্যাপারে তথ্যের ভান্ডার তৈরি করেছে। আপনি কিভাবে আপনার শৌচাগারকে পরিষ্কার রাখতে পারেন আর কিভাবে একটা স্বচ্ছ এবং সুস্থ ভারতের দিকে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারেন সেই ব্যাপারে এখানে জানুন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 9:24 PM IST