দাবানলে জ্বলছে না উত্তরাখণ্ড, সম্পূর্ণ ভুয়ো ছবি ও ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

দেবভূমি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে । একটি গাছ বা বন্যপ্রাণীর গায়েও আঁচড় লাগেনি ।

#মুসৌরি: করোনা, ভূমিকম্প, হরপা বান, অমফান, পঙ্গপাল আর দাবানল। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের খবরে নাভিশ্বাস উঠছিল দেশবাসীর। উত্তরাখণ্ডের বিভৎস দাবানলের ছবি দেখে এভাবেই প্রাণ কেঁদে উঠেছিল সকলের। তবে অনেক খারাপের মধ্যেও অত্যন্ত স্বস্তিদায়ক খবরটি হল, দাবানল লাগেনি দেবভূমির বনাঞ্চলে।
গত কয়েকদিন ধরে বনভূমিতে ভয়াভহ আগুনের যে সমস্ত ছবি সামনে এসেছে, তা ১০০ শতাংশ ভ্রান্ত বলে জানিয়েছে উত্তরাখণ্ডের বনদফতর।
দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছিল, টানা ৪ দিন ধরে একাধিক দাবানলে পুড়ে খাক হয়ে যাচ্ছে উত্তরাখণ্ডের বনভূমি । নষ্ট হয়ে গিয়েছে প্রায় ৭১ হেক্টর সবুজ । বিপন্য বন্যপ্রাণ। এই নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন দেশবাসী । সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে উত্তরাখণ্ডের জন্য প্রার্থনা।
advertisement
advertisement
শেষ পর্যন্ত গতকাল রাতে উত্তরাখণ্ড বনদফতর একটি পোস্ট করে জানায়, দাবানলের খবরটি সম্পূর্ণ মিথ্যে। কেউ যেন এই গুজবে কান না দেন। এমনকী ছড়িয়ে পড়া ছবিগুলিও মিথ্যে। আরও জানানো হয়েছে, ওই ছবিগুলি হয় অনেক পুরনো অথবা অন্য কোনও জায়গার । দেবভূমি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে । একটি গাছ বা বন্যপ্রাণীর গায়েও আঁচড় লাগেনি ।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
দাবানলে জ্বলছে না উত্তরাখণ্ড, সম্পূর্ণ ভুয়ো ছবি ও ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement