#শ্রীনগর: ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা জঙ্গি হামলার সময় সিআরপিএফ কনভয়ের একটি গাড়ি চালাচ্ছিলেন তিনি । ভয়াবহ বিস্ফোরণে ৪০ জন সেনা জওয়ানের মৃত্যু হয় । আহতদের সেবা করতে হাত লাগিয়েছিলেন সিআরপিএফ জওয়ান ইকবাল সিং। সম্প্রতি জওয়ান ইকবাল সিংয়েরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সিআরপিএফ আর সেই মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও ।
পুলওয়ামা হামলার ২ মাস পরে শ্রীনগরের নওয়াকাদালে পোস্টিং হয়েছে জওয়ান ইকবাল সিংয়ের। দুপুরের খাবার খাওয়ার সময়ই একটি বাচ্চা ছেলেকে দেখতে পান তিনি । ছেলেটি ক্ষুধার্ত জানতে পেরে নিজের খাবারটুকু তাকে দিয়ে দেন জওয়ান সিং ।
ঘটনার শেষ এখানেই নয় । এরপর তিনি বুঝতে পারেন ওই ছেলেটি শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ও তার পক্ষে নিজের হাতে খাওয়া সম্ভব নয় । এরপরই নিজের হাতে তাকে খাইয়ে দেন জওয়ান সিং ।
"Humanity is the mother of all religions"
HC Driver Iqbal Singh of 49 Bn Srinagar Sector CRPF deployed on LO duty feeds a paralysed Kashmiri kid in Nawakadal area of Srinagar. In the end, asks him "Do you need water?" "Valour and compassion are two sides of the same coin" pic.twitter.com/zYQ60ZPYjJ — Srinagar Sector CRPF
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CRPF, Iqbal Singh, Pulwama Terror Attack, পুলওয়ামা হামলা