স্ত্রী ও নাবালিকা মেয়েকে গলা কেটে খুন! জম্মুর ক্যাম্পে নৃশংস ঘটনা ঘটালেন এক সেনা

Last Updated:

Jammu Soldier kills wife, daughter: মৃতদেহগুলি ফ্যামিলি কোয়ার্টারের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। জঘন্য অপরাধের পরে অভিযুক্ত পালিয়ে যান...

#জম্মু: শনিবার শ্রীকোনায় আসাম রাইফেলসের জম্মুর এক সেনা ক্যাম্পের ভিতরে তাঁর স্ত্রী এবং নাবালিকা কন্যাকে পারিবারিক কলহের জন্য খুন করেছেন বলে অভিযোগ। ৩৯ আসাম রাইফেলসের হাবিলদার রবিন্দর কুমার নামে অভিযুক্ত সৈনিককে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই।
একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, "৩৯ এআর-এর হাবিলদার (সাধারণ দায়িত্বের) রবিন্দর কুমার শনিবার ভোর ৪.১৫ মিনিটে তাঁর স্ত্রী মনিকা ডোগরা(৩২) এবং মেয়ে ঋদ্ধি(১০)কে হত্যা করেন। তিনি আখনুরের জম্মুর জুরিয়ানের বাসিন্দা এবং স্ত্রী থাকতেন সাম্বায়।
চলতি বছরের ১০ মার্চ আসামি তাঁর পরিবারকে শ্রীকোনায় ৩৯এআর-এর ফ্যামিলি কোয়ার্টারে নিয়ে আসেন। কিন্তু কেন এই হত্যা?
advertisement
advertisement
কর্মকর্তা বলেন, "পুলিশ আনুষ্ঠানিকভাবে তাঁকে গ্রেপ্তার করার আগে আটক করেছিল। কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়েছিল অভিযুক্তকে"। তিনি আরও জানান, "তাঁর স্ত্রী এবং নাবালিকা কন্যার গলা কাটার জন্য একটি ছুরি ব্যবহার করা হয়েছিল"। তবে কর্মকর্তার কাছে খুনের কারণ এখনও স্পষ্ট নয়। তিনি জানান, "কী কারণে তাকে এমন চরম পদক্ষেপ নেওয়া হয়েছিল তা এখনও জানা যায়নি তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে তা পারিবারিক কলহ ছিল"।
advertisement
মৃতদেহগুলি তাঁদের ফ্যামিলি কোয়ার্টারের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। জঘন্য অপরাধের পরে অভিযুক্ত পালিয়ে যান এবং আর্মি ক্যাম্পের একটি মন্দিরের ভিতরে নিজেকে লুকিয়ে রাখেন। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
এই ঘটনায় সেনা ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলা খবর/ খবর/দেশ/
স্ত্রী ও নাবালিকা মেয়েকে গলা কেটে খুন! জম্মুর ক্যাম্পে নৃশংস ঘটনা ঘটালেন এক সেনা
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement