লস্করের শীর্ষ নেতার একাউন্টারে মৃত্যু, কারণ হল ফুটবল ম্যাচ, জানুন শিহরণ জাগানো গল্প
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বলিউড ছবিকেও হার মানাবে এই টানটান এনকাউন্টার ...
#নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police) সোমবার এক দারুণ গোপন অভিযানে লস্কর ই তৈবা-র (Lashkar-e-Taiba) একটি ছদ্ম সংগঠন ‘দ্য রেসিস্টেস ফোর্স (TRF)’ -র দুই শীর্ষ কমান্ডারকে হত্যা করল৷ এরা শহরের বহু মানুষকে হত্যা ও যুবকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার অপরাধে অপরাধী৷ দীর্ঘ সময় ধরে উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা আব্বাস শেখ (Abbas Sheikh ), ও তাঁর সহযোগী ডেপুটি শাকিব মঞ্জুর (Saqib Manzoor) শহরের আলোচি বাগ এলাকার পুলিশের সঙ্গে লড়াইতে মারা গেছে৷
গোপন সূত্রে খবর ছিল আর সেই অনুযায়ি গোপন অপারেশনের প্ল্যান বানিয়েছে৷ অপরাশেনকে বাস্তব রূপ দিতে সিনিয়র সেনা আধিকারিকদের বেছে নেওয়া হয়৷ পুলিশ কিছুদিন ধরেই ওঁদের ওপর নজর রাখছিল৷ এমন সময় খবর আসে স্থানীয় ফুটবল দলের ম্যাচ দেখতে মাঠে হাজির থাকবে এই দুই উগ্রপন্থী৷ আলোচি বাগ ফুটবল গ্রাউন্ডে তারা খেলা দেখতে এসেছিল৷
advertisement
প্রথমে নিশ্চিত করা হয়েছিল সাধারণ মানুষদের যেন কোনও ক্ষতি না হয় ,সেই ভাবেই অপারেশন প্ল্যান করা হয়েছিল৷ তাদের ঘিরে ধরে আত্মসমর্পণ করতে বলা হয়৷ কাশ্মীরের পুলিশ নিরীক্ষক বিজয় কুমার বলেছেন, ‘‘আমাদের এলাকায় ওদের উপস্থিতির খবর ছিল৷ সাদা পোশাকে আমরা এলাকায় তৎকাল পৌঁছে যায়৷ তারপর আতঙ্কবাদীদের উদ্দেশ্যে হুঙ্কার দেওয়া হয়৷ তারপর জঙ্গিরা তাদের উদ্দেশ্যে গুলিবর্ষণ শুরু করে৷ প্রত্যুত্তরে পুলিশকেও গুলি চালাতে শুরু করতে হয়৷ এদের মেরে সুরক্ষাদল বড় সাফল্য পেল৷ আব্বাস শেখের কথায় শাকিব একাধিক হত্যালীলা চালিয়েছে৷ যুবকদের ভুল পথে নিয়ে যেতে সিদ্ধহস্ত ছিল এরা৷
advertisement
advertisement
আব্বাস শেখ প্রথমে হিজবুল মুজাহিদিনের সঙ্গে ছিলেন৷ তারপর দু বছর আগে টিআরএফে যোগ দেয়৷ সুরক্ষা আধিকারিকরা জানিয়েছেন শেখ গত একবছরে প্রচুর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী ছিল৷ সে গত বছর টিআরএফে যোগ দেয়৷ দ্রুত সে সংগঠনের ওপরের দিকে উঠতে শুরু করে৷ শোনা যায় শেখের ইশারায় সে উপত্যাকায় একের পর এক হত্যালীলা চালায়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2021 1:34 PM IST