লস্করের শীর্ষ নেতার একাউন্টারে মৃত্যু, কারণ হল ফুটবল ম্যাচ, জানুন শিহরণ জাগানো গল্প

Last Updated:

বলিউড ছবিকেও হার মানাবে এই টানটান এনকাউন্টার ...

#নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police) সোমবার এক দারুণ গোপন অভিযানে লস্কর ই তৈবা-র  (Lashkar-e-Taiba) একটি ছদ্ম সংগঠন ‘দ্য রেসিস্টেস ফোর্স (TRF)’ -র দুই শীর্ষ কমান্ডারকে হত্যা করল৷ এরা শহরের বহু মানুষকে হত্যা ও যুবকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার অপরাধে অপরাধী৷ দীর্ঘ সময় ধরে উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা আব্বাস শেখ (Abbas Sheikh ), ও তাঁর সহযোগী ডেপুটি শাকিব মঞ্জুর (Saqib Manzoor) শহরের আলোচি বাগ এলাকার পুলিশের সঙ্গে লড়াইতে মারা গেছে৷
গোপন সূত্রে খবর ছিল আর সেই অনুযায়ি গোপন অপারেশনের প্ল্যান বানিয়েছে৷ অপরাশেনকে বাস্তব রূপ দিতে সিনিয়র সেনা আধিকারিকদের বেছে নেওয়া হয়৷ পুলিশ কিছুদিন ধরেই ওঁদের ওপর নজর রাখছিল৷ এমন সময় খবর আসে স্থানীয় ফুটবল দলের ম্যাচ দেখতে মাঠে হাজির থাকবে এই দুই উগ্রপন্থী৷ আলোচি বাগ ফুটবল গ্রাউন্ডে তারা খেলা দেখতে এসেছিল৷
advertisement
প্রথমে নিশ্চিত করা হয়েছিল সাধারণ মানুষদের যেন কোনও ক্ষতি না হয় ,সেই ভাবেই অপারেশন প্ল্যান করা হয়েছিল৷ তাদের ঘিরে ধরে আত্মসমর্পণ করতে বলা হয়৷ কাশ্মীরের পুলিশ নিরীক্ষক বিজয় কুমার বলেছেন, ‘‘আমাদের এলাকায় ওদের উপস্থিতির খবর ছিল৷ সাদা পোশাকে আমরা এলাকায় তৎকাল পৌঁছে যায়৷ তারপর আতঙ্কবাদীদের উদ্দেশ্যে হুঙ্কার দেওয়া হয়৷ তারপর জঙ্গিরা তাদের উদ্দেশ্যে গুলিবর্ষণ শুরু করে৷ প্রত্যুত্তরে পুলিশকেও গুলি চালাতে শুরু করতে হয়৷ এদের মেরে সুরক্ষাদল বড় সাফল্য পেল৷ আব্বাস শেখের কথায় শাকিব একাধিক হত্যালীলা চালিয়েছে৷ যুবকদের ভুল পথে নিয়ে যেতে সিদ্ধহস্ত ছিল এরা৷
advertisement
advertisement
আব্বাস শেখ প্রথমে হিজবুল মুজাহিদিনের সঙ্গে ছিলেন৷ তারপর দু বছর আগে টিআরএফে যোগ দেয়৷ সুরক্ষা আধিকারিকরা জানিয়েছেন শেখ গত একবছরে প্রচুর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী ছিল৷ সে গত বছর টিআরএফে যোগ দেয়৷ দ্রুত সে সংগঠনের ওপরের দিকে উঠতে শুরু করে৷ শোনা যায় শেখের ইশারায় সে উপত্যাকায় একের পর এক হত্যালীলা চালায়৷
বাংলা খবর/ খবর/দেশ/
লস্করের শীর্ষ নেতার একাউন্টারে মৃত্যু, কারণ হল ফুটবল ম্যাচ, জানুন শিহরণ জাগানো গল্প
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement