‘‘ কুকুর-বেড়াল-সাপ-নেউল সব একজোট হয়েছে...’’ বিরোধীদের আক্রমণে বেসামাল অমিত

Last Updated:

বিরোধীদের অস্বস্তিতে ফেলতে গিয়েছিলেন। কিন্তু অমিত শাহের নজিরবিহীন আক্রমণে অস্বস্তিতে বিজেপিই।

#মুম্বই: সুর চড়াতে গিয়ে আরও একবার দলকে বেকায়দায় ফেলে দিলেন স্বয়ং দলের সভাপতি। এবার আর মুখ ফসকে ভুল নয়। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে বেসামাল অমিত শাহ। বিজেপির প্রতিষ্ঠা দিবসে এদিন তিনি বলেন,  ‘‘ কুকুর-বেড়াল-সাপ-নেউল একজোট হয়েছে ৷ দেশের জন্য মোদির কাজে ভয় পাচ্ছে সবাই....৷’’ বিরোধীদের আক্রমণে নজিরবিহীন কু-কথা অমিতের। পরে ড্যামেজ কন্ট্রোলে নামলেও লাভ হয়নি। অমিতের কু-কথার প্রতিবাদে সরব সব বিরোধী দল।
বিরোধীদের অস্বস্তিতে ফেলতে গিয়েছিলেন। কিন্তু অমিত শাহের নজিরবিহীন আক্রমণে অস্বস্তিতে বিজেপিই। বিজেপি সভাপতির ভাষা নিয়ে মন্তব্য করতে চাননি দলীয় মুখপাত্ররাও। বাধ্য হয়েই ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় খোদ অমিত শাহকেই।
advertisement
advertisement
বিজেপি-র প্রতিষ্ঠা দিবসে এদিন মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম ছিল  সমর্থকদের ভিড়ে ঠাসা। দলের সমর্থকদের ২০১৯ এর লোকসভা ভোটের জন্য তৈরি হওয়ার নির্দেশ দেন বিজেপি সভাপতি। কিন্তু সে-সব ছাপিয়ে বড় হয়ে উঠছে কু-কথা আর ব্যক্তিগত আক্রমণই। যাকে হাতিয়ার করেই পাল্টা আক্রমণে নামে বিরোধীরা।
advertisement
অমিতের কু-কথাকে হাতিয়ার করে আক্রমণে তৃণমূল কংগ্রেসও। ইয়েদুরাপ্পার ক্ষেত্রে মুখ ফসকেছিল। এবার কিন্তু সচেতনভাবেই নজিরবিহীন আক্রমণ করেছেন। প্রশ্ন উঠছেই বিরোধীরা ক্রমশ একজোট হওয়াতে বিজেপি শীর্ষ নেতৃত্বের রক্তচাপ কি বাড়ছে ?
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘‘ কুকুর-বেড়াল-সাপ-নেউল সব একজোট হয়েছে...’’ বিরোধীদের আক্রমণে বেসামাল অমিত
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement