স্মার্টফোন নিয়ে খেলায় আপত্তি, তর্জনী কেটে ফেলল যুবক

Last Updated:

সম্প্রতি গোটা বিশ্বে সেলফি অবসেশনে ভুগছে প্রায় সকলেই ৷ কলেজ পড়ুয়া থেকে পাশের বাড়ির বৌদি সেলফিতে মেতেছেন সবাই ৷ দিকবিদিক জ্ঞান হারিয়ে আকর্ষণীয় সেলফি তুলতে ব্যস্ত আজকের টেক-সেভি প্রজন্ম ৷ অর এর জন্য মাশুল দিয়েছে অনেকেই ৷ প্রান হারিয়েছে প্রচুর মানুষ ৷ তবু যেন সেলফি অবসেশন পিছু ছাড়েনি ৷ বরং উল্টে বেড়েছে স্মার্টফোন ব্যবহারে প্রবণতা ৷ গেম হোক বা সোশ্যাল মিডিয়া সবই এখন স্মার্টফোনোর একটা টাচে সম্ভব ৷ তবে স্মার্টফোন ব্যবহার করতে মানা করার যে এমন পরিনতি হতে পারে তা কেই বা ভেবেছিল ? চিনে স্মার্টফোন ব্যবহার করতে বারন করায় নিজের হাতের আঙুল কেটে প্রতিবাদ জানালেন ১১ বছরের কিশোর ৷ ঘুম থেকে উঠেই স্মার্টফোন নিয়ে খেলতে শুরু করে ১১ বছরের ছেলেটি ৷ স্মার্টফোন নিয়ে খেলায় আপত্তি জানানোয় বাবা-মার সঙ্গে বাকবিতণ্ড শুরু হয় ছেলেটির ৷ কথাকাটাকাটির জেরে এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে রান্নাঘর থেকে ছুড়ি নিয়ে নিজের তর্জনী কেটে ফেলে ছেলেটি ৷ এরপর হাসপাতালে নিয়ে গেলে তিন ঘণ্টার সার্জারির পর জোরা লাগানো হয় তার তর্জনী ৷

#বেজিং: সম্প্রতি গোটা বিশ্বে সেলফি অবসেশনে ভুগছে প্রায় সকলেই ৷ কলেজ পড়ুয়া থেকে পাশের বাড়ির বৌদি সেলফিতে মেতেছেন সবাই ৷ দিকবিদিক জ্ঞান হারিয়ে আকর্ষণীয় সেলফি তুলতে ব্যস্ত আজকের টেক-সেভি প্রজন্ম ৷ অর এর জন্য মাশুল দিয়েছে অনেকেই ৷ প্রান হারিয়েছে প্রচুর মানুষ ৷ তবু যেন সেলফি অবসেশন পিছু ছাড়েনি ৷ বরং উল্টে বেড়েছে স্মার্টফোন ব্যবহারে প্রবণতা  ৷ গেম হোক বা সোশ্যাল মিডিয়া সবই এখন স্মার্টফোনোর একটা টাচে সম্ভব ৷ তবে স্মার্টফোন ব্যবহার করতে মানা করার যে এমন পরিনতি হতে পারে তা কেই বা ভেবেছিল ? চিনে স্মার্টফোন ব্যবহার করতে বারন করায় নিজের হাতের আঙুল কেটে প্রতিবাদ জানালেন ১১ বছরের কিশোর ৷ ঘুম থেকে উঠেই স্মার্টফোন নিয়ে খেলতে শুরু করে ১১ বছরের ছেলেটি ৷ স্মার্টফোন নিয়ে খেলায় আপত্তি জানানোয় বাবা-মার সঙ্গে বাকবিতণ্ড শুরু হয় ছেলেটির ৷ কথাকাটাকাটির জেরে এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে  যে রান্নাঘর থেকে ছুড়ি নিয়ে নিজের তর্জনী কেটে ফেলে ছেলেটি ৷ এরপর হাসপাতালে নিয়ে গেলে তিন ঘণ্টার সার্জারির পর জোরা লাগানো হয় তার তর্জনী ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্মার্টফোন নিয়ে খেলায় আপত্তি, তর্জনী কেটে ফেলল যুবক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement