SM Krishna Passes Away: প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ, 'আজীবন অক্লান্ত পরিশ্রম করেছেন' শ্রদ্ধা বার্তা মোদির
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
SM Krishna Passes Away: চলে গেলেন প্রবীণ রাজনীতিবিদ এস এম কৃষ্ণ। মঙ্গলবার ভোররাতে নিজের বাড়িতে প্রয়াত হন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
নয়াদিল্লি: চলে গেলেন প্রবীণ রাজনীতিবিদ এস এম কৃষ্ণ। মঙ্গলবার ভোররাতে নিজের বাড়িতে প্রয়াত হন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। পূর্বসুরির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এস এম কৃষ্ণ ক্ষমতায় থাকাকালীনই ভারতের ‘সিলিকন ভ্যালি’ হিসাবে বিশ্বের মানচিত্রে উঠে আসে বেঙ্গালুরুর নাম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন বিদেশ মন্ত্রী এসএম কৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, “অপরের জীবন উন্নত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কৃষ্ণের সঙ্গে কিছু স্মৃতির কোলাজ শেয়ার করে X-হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, “শ্রী এস এম কৃষ্ণ জি একজন অসাধারণ নেতা ছিলেন, যা সর্বস্তরের মানুষের দ্বারা প্রশংসিত। তিনি সর্বদা অন্যদের জীবন উন্নত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর কার্যকালের জন্য, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে তাঁর দূরদৃষ্টির জন্য তাঁকে চিরকাল স্মরণ করা হবে। শ্রী এস এম কৃষ্ণ একজন পাঠক এবং চিন্তাবিদ ছিলেন।”
advertisement
Shri SM Krishna Ji was a remarkable leader, admired by people from all walks of life. He always worked tirelessly to improve the lives of others. He is fondly remembered for his tenure as Karnataka’s Chief Minister, particularly for his focus on infrastructural development. Shri… pic.twitter.com/Wkw25mReeO
— Narendra Modi (@narendramodi) December 10, 2024
advertisement
advertisement
শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ভোর পৌনে তিনটে নাগাদ বেঙ্গালুরুতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজনৈতিক জীবনে অনেকটা সময় কংগ্রেসে কাটালেও শেষদিকে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৃষ্ণ। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণ ভারতের রাজনৈতিক মহল। সিদ্দারামাইয়া থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু- কৃষ্ণর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন সকলেই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2024 10:40 AM IST