২১ শতকের সবচেয়ে বড় ও উজ্জ্বলতম চাঁদ উঠল আজ !
Last Updated:
একুশ শতকের সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম চাঁদ আজ দেখা গেল আকাশে ৷
#কলকাতা: নোট বাতিলের জেরে এখন জর্জরিত গোটা দেশ ৷ কিন্তু এর মধ্যেই আজ সন্ধ্যায় দারুণ একটা জিনিস অপেক্ষা করে আছে গোটা বিশ্বের মানুষের কাছে ৷ একুশ শতকের সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম চাঁদ আজ দেখা গেল আকাশে ৷
‘চাঁদ কেন আসে না আমার ঘরে’.... এই গান হয়তো আজ শেষপর্যন্ত আক্ষরিক অর্থেই সত্যি হল ৷ কারণ পৃথিবীর এত কাছাকাছি আজ চাঁদ এসেছে যে দেখে মনে হবে যেন আপনার বাড়ির ছাদের উপরেই আছে সেটি ৷ এই বিশেষ চাঁদের নামও তাই ‘সুপারমুন’ !
‘সুপারমুন’ দেখার সৌভাগ্য খুব কম মানুষেরই জোটে। কারণ শুধু পূর্ণিমা হলেই তো হবে না। কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে তখনই এই সুন্দর চাঁদ দেখা যায় ৷ চাঁদ ও পৃথিবীর এই সবচেয়ে কাছে চলে আসাকে বলা হয় perigee এবং পৃথিবী থেকে যখন সবচেয়ে দূরে চলে যায় চাঁদ, তখন তাকে বলে apogee। ১৯৪৮ সালের পর এত বড় আর এত উজ্জ্বল চাঁদ আর দেখা যায়নি আকাশে। পূর্ণিমার চাঁদ যতটা বড় দেখায়, তার চেয়ে এবার ১৪ শতাংশ বেশি বড় দেখাল এই সুপারমুনটিকে। আজ চাঁদের সঙ্গে পৃথিবীর দুরত্ব ৩ লক্ষ ৫৬ হাজার ৫১১ কিলোমিটার ৷ যেখানে পৃথিবী ও চাঁদের গড় দুরত্ব থাকে ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি ৷ এর উজ্জ্বলতা সাধারণ পূর্ণিমার চাঁদের চেয়ে ৩০ শতাংশ বেশি। এরকম সুপারমুন আবার দেখা যাবে ২৫ নভেম্বর ২০৩৪-এ ৷ তাই আজ এখনও পর্যন্ত যদি এই সুপারমুন না দেখে থাকেন ৷ তাহলে চটপট চলে যান বাড়ির ছাদে ৷ নাহলে এই মহাজাগতিক ম্যাজিক কিন্তু মিস হবে আপনার !
advertisement
advertisement
Here's a look at the brightest supermoon since 1948, captured from various parts of the world https://t.co/Z955b4thzR pic.twitter.com/3hqUHMfeLw
— CNN International (@cnni) November 15, 2016
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2016 2:56 PM IST