JEE, NEET পিছোতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যের

Last Updated:

ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়ে দিয়েছে, ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে JEE(Main) এবং ১৩ সেপ্টেম্বর NEET(UG) পরীক্ষা নেওয়া হবে৷

#নয়াদিল্লি: নিট এবং জেইই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করল পশ্চিমবঙ্গ সহ ছ'টি রাজ্য৷ বিরোধী দলগুলির দ্বারা শাসিত এই ছয় রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ছত্তীসগড়, পাঞ্জাব এবং রাজস্থান৷
JEE(Main) এবং NEET(UG) পরীক্ষা গ্রহণ নেওয়ার পক্ষে গত ১৭ অগাস্ট সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তা পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে এই রিভিউ পিটিশনে৷ বিরোধী শাসিত রাজ্যগুলি এবং বিভিন্ন মহল থেকে দাবি উঠলেও ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়ে দিয়েছে, সেপ্টেম্বর মাসে নির্ধারিত দিনেই সর্বভারতীয় স্তরে ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষাগুলি নেওয়া হবে৷
advertisement
করোনা অতিমারির মধ্যে এই পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দিয়ে গত ১৭ অগাস্ট শীর্ষ আদালত জানিয়েছিল, ছাত্রছাত্রীদের একটা বছর নষ্ট করার মানে হয় না৷ শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট নিজেদের পর্যবেক্ষণে বলেছিল, করোনা অতিমারির মধ্যেও 'জীবন থেমে থাকতে পারে না৷'
advertisement
গত বুধবার বিষয়টি নিয়ে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন বিজেপি বিরোধী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা৷ সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিও৷ সেই বৈঠকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টে পাল্টা রিভিউ পিটিশন করার পক্ষেই মত দেন বৈঠকে উপস্থিত অধিকাংশ মুখ্যমন্ত্রী৷
advertisement
ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়ে দিয়েছে, ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে JEE(Main) এবং ১৩ সেপ্টেম্বর NEET(UG) পরীক্ষা নেওয়া হবে৷ বিরোধীদের অভিযোগ, করোনা অতিমারির মধ্যে এই পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে৷ পরীক্ষার্থীদের পরীক্ষাগ্রহণ কেন্দ্রে পৌঁছতেও অসুবিধা হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি অবশ্য জানিয়েছে, সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
JEE, NEET পিছোতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement