সাবাস অহিংসা! শীতের রাতে দিল্লির প্রতিবাদীদের গরম চা খাওয়াচ্ছেন দুই শিখ ভাই

Last Updated:

বিক্ষোভের মধ্যেও যে চিরাচরিত ঐক্যের সুর বয়ে যায় এ দেশের অন্তরাত্মায়, তাই যেন চোখে আঙুল দিয়ে ফের প্রমাণ করলেন দুই শিখ ভাই

#নয়াদিল্লি: এই সেই দেশ, যার মাটিতে আজন্ম লালিত-পালিত হয়েছেন বহু ধর্মের-বর্ণের-জাতির মানুষ ৷ বারবার ভাগ হয়েও আবার কোনও এক অদৃশ্য বাঁধনে বাঁধা পড়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারীকা ৷ বিক্ষোভের মধ্যেও যে চিরাচরিত ঐক্যের সুর বয়ে যায় এ দেশের অন্তরাত্মায়, তাই যেন চোখে আঙুল দিয়ে ফের প্রমাণ করলেন দুই শিখ ভাই ৷
এই নিয়ে নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল গোটা দেশ ৷ বিক্ষোভ, প্রতিবাদে জ্বলে উঠছে রাজধানী দিল্লি ৷ রবিবার দিল্লির জামিয়া মিলিয়া ও উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদীদের উপরে পুলিশি আক্রমণের পরে আরও মাত্রা বেড়েছে বিক্ষোভের।
প্রতিবাদকারীদের মধ্যেই হঠাৎই এক অন্য ভূমিকায় অবতীর্ণ হলেন দুই শিখ ভাই ৷ তাঁরাও সামিল এই বিক্ষোভে ৷ কিন্তু তাঁদের পথ অহিংসার পথ ৷
advertisement
advertisement
রাতভর দিল্লির প্রবল শীতে বিক্ষোভকারীদের মুখের সামনে তুলে ধরলেন গরম ধোঁয়া ওঠা চা ৷ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁদের কীর্তি। প্রশংসা উপচে পড়েছে নেটিজেনদের। রোজই দুই শিখ ভাইকে দেখা যাচ্ছে ইন্ডিয়া গেটের সামনে অক্লান্তভাবে প্রতিবাদীদের খিদে-চেষ্টা নিবারণ করে চলেছেন তাঁরা ৷
শুধু তাই নয়, জামিয়ার ঘটনার পর শিখ সম্প্রদায়ের তরফে জানানো হয়েছিল আন্দোলনরত পড়ুয়াদের জন্য গুরুদ্বার খুলে দেওয়া হবে ৷ কোনও পড়ুয়া যাতে নিজেদের আশ্রয়হীন মনে না করেন ৷
advertisement
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
সাবাস অহিংসা! শীতের রাতে দিল্লির প্রতিবাদীদের গরম চা খাওয়াচ্ছেন দুই শিখ ভাই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement