Punjab Election Results 2022: ফলের দিন জয়ী বিধায়কদের নিয়ে আগে থেকেই বৈঠক ডাকলেন সিধু, অপেক্ষা শেষ প্রহরের

Last Updated:

Punjab Election Results 2022: বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষার ফলে দেখা গিয়েছে, পঞ্জাবে ক্ষমতাদখল করতে পারে আপ।

Punjab Congress president Navjot Singh Sidhu (R) with party's CM face Charanjit Singh Channi. (Image: News18/File)
Punjab Congress president Navjot Singh Sidhu (R) with party's CM face Charanjit Singh Channi. (Image: News18/File)
#চণ্ডীগড়: এত তৎপরতা কেন? বিধায়কদের দলছুট হওয়ার ভয়? পঞ্জাবের কংগ্রেস প্রধান নভজ্যোৎ সিং সিধুর ডাকা বিধায়কদের বৈঠক নিয়ে এমনই নানা জল্পনা ঘুরে বেড়াচ্ছে সে রাজ্যের রাজনীতিতে (Punjab Election Results 2022)। বৃহস্পতিবার পঞ্জাবের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। তার আগেই বৈঠক ডেকে রেখেছেন সিধু। ট্যুইট করে জানিয়েছেন, জয়ী বিধায়কদের (Punjab Election Results 2022) নিয়ে পঞ্জাবের কংগ্রেস ভবনে বৈঠক শুরু হবে বিকেল পাঁচটার সময়। বুধবারই এই নিয়ে এআইসিসি-র সঙ্গে একটি বৈঠক সারেন সিধু, বৈঠকে ছিলেন পঞ্জাবে কংগ্রেসের অবজার্ভার অজয় মাকেন ও ইনচার্জ হরিশ চৌধুরী।
বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষার ফলে দেখা গিয়েছে, পঞ্জাবে ক্ষমতাদখল করতে পারে আপ (Punjab Election Results 2022) । যদি তা না হয়, যদি কোনও দলই ৫৯টি আসনের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারে, তা হলে বিধায়কদের দল বদলের সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের অন্দর থেকে এক নেতা সূত্র মারফত জানিয়েছেন, যদি কংগ্রেস ৪০টির মতো আসন পায় ও কোনও দলই ক্ষমতা দখল করতে না পারে, তাহলে ঘোড়া কেনাবেচার মতো ঘটনা ঘটতে পারে, সেই কারণেই এই বৈঠক ডাকা হয়েছে।
advertisement
advertisement
পঞ্জাব কংগ্রেস সূত্রে খবর, বেশ কয়েকজন বিক্ষুব্ধ নেতার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে পঞ্জাব কংগ্রেস নেতৃত্ব (Punjab Election Results 2022)। যাঁরা টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে পড়েছিলেন, তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কংগ্রেসের অন্দর থেকে খবর, এই সব কিছুই পরিবর্তন হতে পারে যদি আপ ভোটে যেতে, যদি একক দল হিসাবে ক্ষমতা দখল করে আপ।
বাংলা খবর/ খবর/দেশ/
Punjab Election Results 2022: ফলের দিন জয়ী বিধায়কদের নিয়ে আগে থেকেই বৈঠক ডাকলেন সিধু, অপেক্ষা শেষ প্রহরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement