প্রধানমন্ত্রী, অমিত শাহের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা সিদ্দারমাইয়ার

Last Updated:

শিয়রে কর্ণাটক নির্বাচন ৷ ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কর্ণাটক নির্বাচনে জেতা দুই যুযুধান শিবিরের কাছেই অগ্নিপরীক্ষার সমান ৷

#বেঙ্গালুরু: শিয়রে কর্ণাটক নির্বাচন ৷ ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কর্ণাটক নির্বাচনে জেতা দুই যুযুধান শিবিরের কাছেই অগ্নিপরীক্ষার সমান ৷ কিন্তু তার আগেই বড়সড় বিপাকে শাসক শিবির ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে আইনি চিঠি পাঠালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া ৷
দিন দু’য়েক আগেই নির্বাচনী প্রচারে কর্ণাটকে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সময়ই ভাষণ দেওয়ার সময়ই প্রধানমন্ত্রী নাকি বেশ কিছু ‘অপমানজনক’ এবং ‘মিথ্যে’ অভিযোগ করেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণে বলেন, রাজ্যের কোনও কাজের জন্য যে টাকা বরাদ্দ করা হয় ৷ সেখান থেকে ‘১০ শতাংশ কমিশন’ সিদ্দারমাইয়া নিজে নিয়ে থাকেন ৷ আর এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে রাজনৈতিক মহলে ৷
advertisement
এই অভিযোগের ভিত্তিতে সিদ্দারমাইয়া জানিয়েছেন, ‘যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং ইয়েদুরাপ্পা তাঁর কাছে ক্ষমা না চান এই মন্তব্যের প্রেক্ষিতে ৷ তাহলে এই ১০০ কোটি টাকার জরিমানা তাঁদের দিতে হবে ৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রধানমন্ত্রী, অমিত শাহের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা সিদ্দারমাইয়ার
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement