#বেঙ্গালুরু: মাইক ছিনিয়ে নিতে গিয়ে মহিলার বুক থেকে ওড়না নামিয়ে ফেলে চরম বিতর্কে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ মহীশূরে একটি অনুষ্ঠানে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে৷ সিদ্দারামাইয়ার আচরণে চেঁচিয়ে ওঠেন ওই মহিলা৷
#WATCH Former Karnataka Chief Minister and Congress leader Siddaramaiah misbehaves with a woman at a public meeting in Mysuru. #Karnataka pic.twitter.com/MhQvUHIc3x
— ANI (@ANI) January 28, 2019
ওই অপরিচিত মহিলার অভিযোগ, তিনি সিদ্দারামাইয়াকে জানাতে যান, বিধায়ক যতীন্দ্রের সাক্ষাত্ তিনি পাচ্ছেন না৷ যতীন্দ্র হলেন সিদ্দারামাইয়ার ছেলে৷ এ হেন মুহূর্তেই রেগে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ মহিলার হাত থেকে মাইকটি কেড়ে নিতে যান৷
তখনই বিপত্তি৷ মাইকের বদলে সিদ্দারামাইয়ার হাতে চলে আসে মহিলার ওড়না৷ তীব্র চিত্কার চেঁচামেচি শুরু হয়ে যায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Karnataka, Mysore, Siddaramaiah