সিয়াচেন থেকে উদ্ধার জওয়ান হনুমানথাপ্পার অবস্থা সঙ্কটজনক

Last Updated:

সিয়াচেন থেকে উদ্ধার হওয়া ল্যান্স নায়েক হনুমানথাপ্পা কোপ্পাডের অবস্থা এখনও সঙ্কটজনক। মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছেন তিনি । তবে হাল ছাড়ছেন না চিকিৎসকরা। কোমায় থাকলেও হনুমানথাপ্পার কার্ডিও ভাসকুলার বিট আগের চেয়ে কিছুটা স্থিতিশীল। তবে ফ্রস্ট বাইটিংয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর কিডনি।

#নয়াদিল্লি:  সিয়াচেন থেকে উদ্ধার হওয়া ল্যান্স নায়েক হনুমানথাপ্পা কোপ্পাডের অবস্থা এখনও সঙ্কটজনক। মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছেন তিনি । তবে হাল ছাড়ছেন না চিকিৎসকরা। কোমায় থাকলেও হনুমানথাপ্পার কার্ডিও ভাসকুলার বিট আগের চেয়ে কিছুটা স্থিতিশীল। তবে ফ্রস্ট বাইটিংয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর কিডনি।
দিল্লির সেনা হাসপাতালে দিনরাত এক করে  হনুমানথাপ্পাকে বাঁচানোর লড়াই চালাচ্ছে ২০ সদস্যের মেডিক্যাল বোর্ড। সিয়াচেন থেকে উদ্ধার করা ল্যান্স নায়েক হনুমানথাপ্পা কোপ্পাডের কিডনি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এটাই এখন সবচেয়ে বড় বিপদ বলে জানাচ্ছেন চিকিৎসকরা। বুধবার  বিকেলে প্রকাশিত মেডিকেল বুলেটিনে জানানো হয়-
চিকিৎসায় ২০ শতাংশ সাড়া দিচ্ছেন হনুমানথাপ্পা
advertisement
advertisement
দেহে স্বাভাবিক রক্ত সঞ্চালন শুরুর চেষ্টা হচ্ছে
এখনও গ্রেড সি ভেল্টিলেশনে রাখা হয়েছে
এখনও কাজ করছে না কিডনি, লিভার, হৃদযন্ত্র
তবে দেহে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রোখা গিয়েছে
সিয়াচেনে টানা ছ'দিন পর ৩৫ ফিট বরফের নীচ থেকে উদ্ধার করা হয়েছিল হনুমানথাপ্পা কোপ্পাডকে। এই মিরাকেলের পরই জাতীয় নায়কে পরিণত হয়েছেন হনুমানথাপ্পা। বুধবার সহকর্মীর সুস্থতা চেয়ে পুজোর আয়োজন করেছিল ইনফ্রান্টি ডিভিশন, লাইট ইনফ্রান্টি ডিভিশন ও রাজপুত রাইফেলস। সন্ধ্যের পর হাসপাতালে আসেন নর্দার্ন আর্মির প্রধান লেফটেনান্ট জেনারেল ডি এস হুডাও। তাঁর আশা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন জওয়ান।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সিয়াচেন থেকে উদ্ধার জওয়ান হনুমানথাপ্পার অবস্থা সঙ্কটজনক
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement