Firing in Delhi Court: ভয়ঙ্কর! দিল্লির আদালতের কোর্টরুমে এলোপাথাড়ি গুলি! এখনও পর্যন্ত মৃত ৩

Last Updated:

Firing in Delhi Court: এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, আদালত কক্ষের মধ্যেই গুলি চালানোর কারণে ৬ জনের মৃত্যু হয়েছে।

তখনই তাকে গুলি করে সুপারি কিলাররা। প্রাণ বাঁচাতে বাড়ির ভেতর  ঢোকার চেষ্টা করে সব্যসাচী। পিছু ধাওয়া করে রিকি ও তার দলবল। সিঁড়ির নিচে বারান্দায় সব্যসাচীকে ধরে ফেলে তারা। সেখানে ফের তাকে গুলি করা হয়।
তখনই তাকে গুলি করে সুপারি কিলাররা। প্রাণ বাঁচাতে বাড়ির ভেতর  ঢোকার চেষ্টা করে সব্যসাচী। পিছু ধাওয়া করে রিকি ও তার দলবল। সিঁড়ির নিচে বারান্দায় সব্যসাচীকে ধরে ফেলে তারা। সেখানে ফের তাকে গুলি করা হয়।
#নয়াদিল্লি: ভয়ঙ্কর কাণ্ড দিল্লির আদালত চত্বরে। দিল্লির রোহিনি আদালত চত্বরে এলোপাথাড়ি গুলি (Firing in Delhi Court) চালাল গ্যাংস্টাররা। আর তাতেই মৃত্যু হয়েছে ৬ জনের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, আদালত কক্ষের মধ্যেই গুলি চালানোর কারণে ৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন গ্যাংস্টার জিতেন্দ্র গোগি (Gangster Jitendra Gogi)। সূত্রের খবর, জিতেন্দ্র গোগির বিরোধী গোষ্ঠীর লোকেরাই এই কাণ্ড ঘটিয়েছেন।
জানা গিয়েছে, দিল্লির রোহিনি আদালতে (Rohini Shootout) এদিন শুনানি চলাকালীনই এলোপাথাড়ি গুলি (Firing in Delhi Court) চালাতে করে বন্দুকবাজরা। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। জানা গিয়েছে, এদিন কোর্টরুম নম্বর ২০৬-এ এই কাণ্ড ঘটেছে। বন্দুকবাজরা আইনজীবীর পোশাকে এসেছিল। তাই দুষ্কৃতীদের সহজে ধরা যায়নি।
দিন কয়েক আগেই গুজরাত থেকে গ্রেফতার করা হয়েছিল গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে। এদিন তাঁকে ও আরও কয়েকজনকে আদালতে তোলা হয়। সেই সময়ই আইনজীবীর ছদ্মবেশে আসা দুষ্কৃতীরা আদালত কক্ষের মধ্যেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাতেই জিতেন্দ্র ও তাঁর তিন সহযোগীর মৃত্যু হয়। আরও দুই মৃতের পরিচয় এখনও জানা যায়নি।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত জুলাই মাসে দিল্লির দ্বারকায় আদালতের মধ্যেই গুলি চলেছিল। গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছিল সেই সময়। সেই সময়ও গুলি চালানোর সময় আদালতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন আইনজীবী সহ আরও অনেকে। সেই সময়ও এক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলায় শুনানি চলছিল। সেই সময় অভিযুক্তরা তাঁকে গুলি করেই সেখান থেকে পালিয়ে যায়। সেই ঘটনার পর আবার এদিনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেশের রাজধানীজুড়ে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Firing in Delhi Court: ভয়ঙ্কর! দিল্লির আদালতের কোর্টরুমে এলোপাথাড়ি গুলি! এখনও পর্যন্ত মৃত ৩
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement