Mehuli Ghosh Wins Gold: বাংলার মেয়ের বিশ্ব জয়! বিশ্বকাপে সোনা জিতলেন মেহুলি ঘোষ

Last Updated:

Mehuli Ghosh Wins Gold: হুগলির বৈদ্যবাটির মেয়ে মেহুলি দেশবাসীকে গর্বিত করলেন।

সাউথ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। কিন্তু বিশ্বকাপে সোনা জয় তাঁর স্বপ্ন ছিল। এবার সেই স্বপ্নও পূরণ করে ফেললেন বাংলার মেহুলি ঘোষ।
হুগলির বৈদ্যবাটির মেয়ে মেহুলি মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন তুষার মানেকে সঙ্গে নিয়ে। হুগলির বৈদ্যবাটির মেয়ে মেহুলি মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন তুষার মানেকে সঙ্গে নিয়ে।
১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন মেহুলি ঘোষ ও তুষার মানে। দক্ষিণ কোরিয়ার চ্যাংওনে আয়োজিত আইএসএসএফ শুটিং বিশ্বকাপে দেশকে সোনা জেতালেন বাংলার মেয়ে। ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন মেহুলি ঘোষ ও তুষার মানে। দক্ষিণ কোরিয়ার চ্যাংওনে আয়োজিত আইএসএসএফ শুটিং বিশ্বকাপে দেশকে সোনা জেতালেন বাংলার মেয়ে।
advertisement
advertisement
হাঙ্গেরির এস্তার মেসজারোস ও ইস্তভান পেন জুটিকে ১৭-১৩ ব্যবধানে হারাল মেহুলি ও তুষার জুটি। হাঙ্গেরির এস্তার মেসজারোস ও ইস্তভান পেন জুটিকে ১৭-১৩ ব্যবধানে হারাল মেহুলি ও তুষার জুটি।
এর আগে ২০১৯ সালে কাঠমান্ডুতে আয়োজিত সাউথ এশিয়ান গেমসের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন মেহুলি। এবার বিশ্বকাপে সোনা জয়। এর আগে ২০১৯ সালে কাঠমান্ডুতে আয়োজিত সাউথ এশিয়ান গেমসের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন মেহুলি। এবার বিশ্বকাপে সোনা জয়।
advertisement
জয়দীপ কর্মকারের ছাত্রী মেহুলি ঘোষ ২০১৮ সালের কমনওয়েলথ গেমসেও রূপো জিতেছিলেন। জয়দীপ কর্মকারের ছাত্রী মেহুলি ঘোষ ২০১৮ সালের কমনওয়েলথ গেমসেও রূপো জিতেছিলেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Mehuli Ghosh Wins Gold: বাংলার মেয়ের বিশ্ব জয়! বিশ্বকাপে সোনা জিতলেন মেহুলি ঘোষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement