
সাউথ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। কিন্তু বিশ্বকাপে সোনা জয় তাঁর স্বপ্ন ছিল। এবার সেই স্বপ্নও পূরণ করে ফেললেন বাংলার মেহুলি ঘোষ।

হুগলির বৈদ্যবাটির মেয়ে মেহুলি মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন তুষার মানেকে সঙ্গে নিয়ে।

১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন মেহুলি ঘোষ ও তুষার মানে। দক্ষিণ কোরিয়ার চ্যাংওনে আয়োজিত আইএসএসএফ শুটিং বিশ্বকাপে দেশকে সোনা জেতালেন বাংলার মেয়ে।

হাঙ্গেরির এস্তার মেসজারোস ও ইস্তভান পেন জুটিকে ১৭-১৩ ব্যবধানে হারাল মেহুলি ও তুষার জুটি।

এর আগে ২০১৯ সালে কাঠমান্ডুতে আয়োজিত সাউথ এশিয়ান গেমসের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন মেহুলি। এবার বিশ্বকাপে সোনা জয়।

জয়দীপ কর্মকারের ছাত্রী মেহুলি ঘোষ ২০১৮ সালের কমনওয়েলথ গেমসেও রূপো জিতেছিলেন।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mehuli Ghosh, Shooting