জামাইকে বিয়ে করল শাশুড়ি

Last Updated:

জানা গিয়েছে, মেয়ের বাড়িতে গিয়ে জামাইয়ের সেবা শুশ্রুষা করতে শুরু করেন আশা ৷ আর সেখান থেকেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে ৷

#পটনা: বিহারের মুকেশ আর আশা দেব ৷ সম্পর্কে দু’জনে জামাই-শাশুড়ি। কিন্তু তাদের মধ্যে প্রেম ও ভালোবাসা এতটাই গভীর হয়ে গিয়েছে যে দু’জনে একের অপরকে চোখে হারায় ৷ নিজেদের ভালোবাসাকে সামাজিক স্বীকৃতি দিতেই বিয়ের পথই বেছে নেন অসমবয়সী এই প্রেমিক যুগল ৷
ইংরেজি একটি সংবাদমাধ্যম সূত্রে খব, ১৯ বছরের ললিতার বিয়ে হয় সুরজ নামে এক যুবকের সঙ্গে ৷ গত দু’বছর ধরে সুখেই কাটছিল তার জীবন ৷ কিন্তু জামাইয়ের শরীর খারাপ হওয়ায় মেয়ের বাড়িতে তাকে সাহায্য করতে যায় মা আশা ৷ আর সেখান থেকেই ঘটে বিপত্তি ৷
জানা গিয়েছে, মেয়ের বাড়িতে গিয়ে জামাইয়ের সেবা শুশ্রুষা করতে শুরু করেন আশা ৷  আর সেখান থেকেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে ৷
advertisement
advertisement
সূত্রের খবর, ‘আশা মেয়ের বাড়ি থেকে ফিরে গেলেও জামাইয়ের সঙ্গে তার প্রেম পর্ব চলতে থাকে ৷ ঘণ্টার পর ঘণ্টা একের অপরের সঙ্গে ফোনে কথা বলতে থাকেন ৷
আশার স্বামী কর্মসূত্রে দিল্লিতে থাকে ৷ তাই বিবাহ-বহির্ভূত এই সম্পর্ক বজায় রাখতে তাদের দু’জনের কোনও অসুবিধায় হয়নি ৷
মে মাসে কোর্টে গিয়ে আইনিভাবে বিয়ে করেন ৷
advertisement
মেয়ে এই ঘটনা জানতে পেরে পঞ্চায়েতে জানায় ৷ এ ঘটনার পর পঞ্চায়েত বসেছিল তাদের বিচার করতে। কিন্তু কিছুই করতে পারেনি। তাদের এই প্রেমের কাছে হার মেনেছে সবাই। পঞ্চায়েতের তরফে জানানো হয় যে ওই প্রমিক যুগল একে অপরের প্রেমে পাগল ৷ তাই তাদের আলাদা করার কোনও কারণ তারা খুঁজে পাচ্ছে না ৷
advertisement
খবর পেয়ে আশার প্রাক্তন স্বামী তার মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে ৷
পুলিশ জানিয়েছে, নব বিবাহিত এই দম্পতি এখন এক সাথেই থাকে ৷ এবং তাদের গ্রামের লোকজন এই সম্পর্ককে মেনে নিয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
জামাইকে বিয়ে করল শাশুড়ি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement