চেন্নাইয়ের হাসপাতালে অবাক করা ঘটনা, মহিলার গলব্লাডার থেকে বার করা হল ১২০০-রও বেশি গলস্টোন
- Published by:Rukmini Mazumder
Last Updated:
চেন্নাইয়ের হাসপাতালে বিরল ঘটনা, মহিলার গলব্লাডার থেকে বের করা হল ১২০০-রও বেশি গলব্লাডার স্টোন। পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই মহিলা ডায়াবেটিসে আক্রান্ত, চেন্নাই গিয়েছিলেন চিকিৎসার জন্য
চেন্নাই: চেন্নাইয়ের হাসপাতালে বিরল ঘটনা, মহিলার গলব্লাডার থেকে বের করা হল ১২০০-রও বেশি গলব্লাডার স্টোন। পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই মহিলা ডায়াবেটিসে আক্রান্ত, চেন্নাই গিয়েছিলেন চিকিৎসার জন্য।
হজমের আর পেটফাঁপার সমস্যা নিয়ে ৫৫ বছর বয়সি মহিলা চেন্নাইয়ের মোহন'স ডায়াবিটিস ক্লিনিক-এ যান চিকিৎসা করাতে। স্ক্যান করলে দেখা যায়, মহিলার গলব্লাডারে রয়েছে ৫০টারও বেশি স্টোন। তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
কিন্তু অস্ত্রোপচার চলাকালীন চিকিৎসকদের চোখ কপালে ওঠে! মোটে ৫০-টা স্টোন নয়। মহিলার গলব্লাডারে রয়েছে ২০০০-এরও বেশি স্টোন। চকিৎসকরা জানান, প্রায় ১২৪০ টি স্টোনের আকার ২মিলিমিটারের বেশি। বাকিগুলি আকারে কিছুটা ছোট। ডায়াবেটোলজিস্ট ডঃ ব্রীজেন্দ্র কুমার বলেন, '' আমার ২০ বছরের অভিজ্ঞতায় গলব্লাডারে এতগুলো গলস্টোন আগে দেখিনি'' তিনি আরও বলেন, '' ৪০ বছরের বেশি বয়সি স্থূল মহিলাদের মধ্যে গলস্টোন তৈরি হওয়ার সম্ভাবনা বেশি হয় এবং ডায়াবেটিস রোগীদের মধ্যে গলস্টোন হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। মহিলা গত ১২ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত। অস্ত্রোপচার করে স্টোন বের না করলে গোটা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ত, গলব্লাডার ফেটে যাওয়ার ঝুঁকি-ও ছিল। এই ধরনের স্টোন থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে।''
advertisement
advertisement
চিকিৎসক বোঝান, '' যকৃত থেকে পিত্ত বা বাইল পিত্তথলিতে জমা হয় এবং হজমের প্রয়োজনে নির্গত হয়। অনেক সময় পিত্তথলি থেকে পিত্ত কার্যকরভাবে নিষ্কাশন নাও হতে পারে। তখন পিত্ত পিত্তথলি আটকে দেয়। ফলে পিত্তথলি স্ফীত হয়ে যায় এবং পাথর হতে পারে।''
ডঃ ব্রীজেন্দ্র আরও বলেন, মাত্র একটি বা দুটি পাথর থাকলে বদহজমের মতো উপলক্ষ্য দেখা দেয়। যখন পিত্তথলি আটকে যায়, তখন পাঁজরের খাঁচার ডানদিকে ব্যাথা অনুভূত হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 7:33 PM IST