আগুন লাগার সময় বাইরে থেকে তালাবন্ধ ছিল বাড়ির গেট, দিল্লি অগ্নিকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য
Last Updated:
মুশারফের মতো আরও বিয়াল্লিশ জন বাঁচতে পারতেন যদি এই কারখানার গেট খোলা থাকত। শনিবার মাঝরাত পর্যন্ত গাড়িেত মাল তোলার পর তখন সবে শুয়েছিলেন শ্রমিকরা।
#নয়াদিল্লি: দিল্লির কারখানায় অগ্নিকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। আগুন লাগার সময় বাইরে থেকে তালাবন্ধ ছিল বাড়ির গেট। নিউজ এইটিন বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দাবি গ্রেফতার রিহানের ভাই ইমরানের। অভিযোগ, শ্রমিকরা যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য তালা দিয়েছিলেন ম্যানেজার ফুরখান। এই ঘটনায় এবার সোহেল নামের আর এক জনকে খুঁজছে পুলিশ।
মুশারফের মতো আরও বিয়াল্লিশ জন বাঁচতে পারতেন যদি এই কারখানার গেট খোলা থাকত। শনিবার মাঝরাত পর্যন্ত গাড়িেত মাল তোলার পর তখন সবে শুয়েছিলেন শ্রমিকরা। রবিবার ভোর চার থেকে সাড়ে চারটে মধ্যে আগুন লাগে উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের এই কারখানায়। অধিকাংশ শ্রমিক দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। কিন্তু কে তালা দিয়েছিল গেটে ?
advertisement
এখনও এ ভাবেই পোড়া অবস্থায় আনাজ মান্ডির এই কারখানা। যেখানে সোমবার সকালেও আগুন লাগে। দমকলের তৎপরতায় দ্রুত নিভিয়ে ফেলা হয়। রবিবার কী ভাবে লেগেছিল আগুন ?
advertisement
এদিনই আদালতে পেশ করা হয় ঘটনায় গ্রেফতার কারখানা মালিক রিহান এবং ম্যানেজার ফুরখানকে। পরিসংখ্যান বলছে, রাজধানীতে পঞ্চাশের বেশি এমন অনেক বেআইনী কারখানা আছে যা প্রশাসনের নাকের ডগায় জনবসতির মধ্যেই চলছে রমরমিয়ে। দিল্লি পুলিশের দাবি, এই বাড়ির মধ্যেই ছিল আরও বারোটির বেশি বেআইনী কারখানা। যেখানে মজুত ছিল প্রচুর পরিমাণে দাহ্য।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 09, 2019 8:51 PM IST