Maharashtra: রাষ্ট্রপতি শাসনের সুপারিশ, রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে শিবসেনা
Last Updated:
Maharashtra Government Formation: শিবসেনার বক্তব্য, রাজ্যপাল তাদের ৩ দিনের সময় না-দিয়ে ঠিক কাজ করেননি৷ যদিও সুপ্রিম কোর্টের তরফে মামলাটির গ্রহণ ও শুনানি নিয়ে কিছু জানানো হয়নি এখনও৷
#মুম্বই: মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপাল বিএস কোশিয়ারি কেন্দ্রে পাঠাতেই, কেন্দ্রীয় মন্ত্রিসভা তা মঞ্জুর করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে৷ এ দিকে রাজ্যপাল সোমবার সরকার গঠনের জন্য আজ অর্থাত্ মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত সময় দিয়েছিলেন৷ এ হেন পরিস্থিতিতে ডেডলাইনের আগে তড়িঘড়ি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কেন করলেন রাজ্যপাল, এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করল শিবসেনা৷
Shiv Sena files petition in Supreme Court challenging Maharashtra Governor's decision to not extend the time given to the party to prove their ability to form government. Advocate Sunil Fernandez has filed the plea for Shiv Sena. pic.twitter.com/vVbZqCdtH5
— ANI (@ANI) November 12, 2019
advertisement
advertisement
আজই এই মামলার শুনানির জন সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে শিবসেনা৷ শিবসেনার বক্তব্য, রাজ্যপাল তাদের ৩ দিনের সময় না-দিয়ে ঠিক কাজ করেননি৷ যদিও সুপ্রিম কোর্টের তরফে মামলাটির গ্রহণ ও শুনানি নিয়ে কিছু জানানো হয়নি এখনও৷
সোমবার এনসিপি-কে সরকার গঠনের জন্য আজ রাত সাডড়ে ৮টা পর্যন্ত সময় দিয়েছিলেন রাজ্যপাল৷ শিবসেনা সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে না পেরে, রাজ্যপালের কাছে তিন দিন সময় চায়৷ যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছেন রাজ্যপাল৷ এ দিকে কংগ্রেস জানিয়ে দিয়েছে, তাদের কোনও তাড়াহুড়ো নেই৷ রাষ্ট্রপতি শাসন হলেও তাতে দলের কোনও সমস্যা নেই৷ কংগ্রেস নেতা রজনী পাতিলের কথায়, 'রাষ্ট্রপতি শাসন কংগ্রেসের কাছে কোনও সমস্যার বিষয় নয়৷ কংগ্রেস ও এনসিপি যখনই সিদ্ধান্তে পৌঁছবে, প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যপালের কাছে যাবো৷ আমাদের নেতারা শরদ পাওয়ারের সঙ্গে আলোচনা করছেন৷ সনিয়া গান্ধি জোট নিয়ে প্রত্যেকের মত চেয়েছেন৷ অতএব কংগ্রেস দেরি করছে, এটা বলা ঠিক নয়৷'
advertisement
মহারাষ্ট্রের রাজভবনের তরফে, রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা হয়েছে বলে একটি বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে৷ এনসিপি নেতা নবাব মালিকের কথায়, 'এনসিপি বিশ্বাস করে, তিনটি দল (কংগ্রেস, এনসিপি ও শিবসেনা) ঐক্যমত্যে না পৌঁছলে বিকল্প সরকার গড়া সম্ভব নয়৷ একটি স্থায়ী সরকার গড়তে তিন দলকেই এক হতে হবে৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2019 4:37 PM IST