Shivamogga Airport: অবশেষে অপেক্ষার অবসান! রাত পোহালেই ইন্ডিগোর উদ্বোধনী উড়ানের হাত ধরে জয়যাত্রা শুরু করবে কর্ণাটকের শিবমোগ্গা বিমানবন্দর

Last Updated:

৩১ অগাস্ট থেকে পথ চলা শুরু হবে কর্ণাটকের শিবমোগ্গা বিমানবন্দরের। ফলে মধ্য কর্ণাটকের শহরতলির এই বিমানবন্দরে প্রথম ডোমেস্টিক বিমানটি পৌঁছতে চলেছে ওই দিন সকালে।

অবশেষে অপেক্ষার অবসান! রাত পোহালেই ইন্ডিগোর উদ্বোধনী উড়ানের হাত ধরে জয়যাত্রা শুরু করবে কর্ণাটকের শিবমোগ্গা বিমানবন্দর
অবশেষে অপেক্ষার অবসান! রাত পোহালেই ইন্ডিগোর উদ্বোধনী উড়ানের হাত ধরে জয়যাত্রা শুরু করবে কর্ণাটকের শিবমোগ্গা বিমানবন্দর
বেঙ্গালুরু: আগামী ৩১ অগাস্ট থেকে পথ চলা শুরু হবে কর্ণাটকের শিবমোগ্গা বিমানবন্দরের। ফলে মধ্য কর্ণাটকের শহরতলির এই বিমানবন্দরে প্রথম ডোমেস্টিক বিমানটি পৌঁছতে চলেছে ওই দিন সকালে। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিমানবন্দরটি উদ্বোধন করেছিলেন। কন্নড় কবি কুভেম্পুর নাম থেকেই এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইন্ডিগোর উদ্বোধনী উড়ান সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়বে। আর সকাল ১১টা ০৫ মিনিট নাগাদ তা অবতরণ করবে শিবমোগ্গা বিমানবন্দরে। উদ্বোধনী এই উড়ানের যাত্রী তালিকায় রয়েছেন এমবি পাটিল এবং মধু বঙ্গারাপ্পার মতো রাজ্যের মন্ত্রীরা। থাকছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, সাংসদ বিওয়াই রাঘবেন্দ্র এবং মালনাড় অঞ্চলের আরও কয়েক জন জনপ্রতিনিধিও।
advertisement
advertisement
আর এই শিবমোগ্গা বিমানবন্দরই হবে প্রথম বিমানবন্দর, যা পরিচালনার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের উপর। কর্ণাটকের মন্ত্রী এমবি পাটিল উল্লেখ করেছেন যে, প্রাথমিক ভাবে এই উড়ান পরিষেবায় ইতিবাচক সাড়া মিলেছে। এমনকী ইতিমধ্যেই আগামী তিন সপ্তাহের টিকিটও বুক হয়ে গিয়েছে।
advertisement
কর্ণাটক রাজ্যে শিবমোগ্গাই ইন্ডিগোর ষষ্ঠ গন্তব্য হতে চলেছে। অর্থাৎ বেঙ্গালুরু, মহীশূর, ম্যাঙ্গালুরু, হুব্বলি এবং বেলাগাভির পাশাপাশি স্থান করে নিল শিবমোগ্গাও। বর্তমানে সরাসরি উড়ানের লক্ষ্য হল, এই বিমানবন্দরের সঙ্গে আন্তঃরাজ্য যোগাযোগ বাড়ানো। মূলত বেঙ্গালুরু হয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ ডোমেস্টিক এবং আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে শিবমোগ্গা বিমানবন্দরের সংযোগ বাড়ানোর কথা চিন্তাভাবনা করা হচ্ছে।
advertisement
প্রায় ৬৬৩ একর জমির উপর তৈরি হয়েছে শিবমোগ্গা বিমানবন্দরটি। এর পিছনে প্রায় ৪৪৯.২২ কোটি টাকা ঢালা হয়েছে। ২০২০ সালের জুন মাসে এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিংটির নকশা এমন ভাবে করা হয়েছে, যাতে সেটি প্রতি ঘণ্টায় ৩০০ জন যাত্রী ধারণ করতে পারে।
advertisement
শিবমোগ্গা বিমানবন্দরই কর্ণাটকের নবম ডোমেস্টিক বিমানবন্দর হতে চলেছে। বর্তমানে রাজ্যের ডোমেস্টিক বিমানবন্দর রয়েছে বেঙ্গালুরু, মহীশূর, বল্লারি, বিদর, হুব্বলি, কালবুর্গী, বেলাগাভি এবং ম্যাঙ্গালুরুতে। আর বেঙ্গালুরু এবং ম্যাঙ্গালুরুর বিমানবন্দরই রাজ্যের আন্তর্জাতিক বিমানবন্দর।
তবে কর্ণাটকে দ্বিতীয় বৃহত্তম রানওয়ে তৈরি হয়েছে এই শিবমোগ্গা বিমানবন্দরেই। যা প্রায় ৩২০০ মিটার দীর্ঘ। ফলে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের পরেই নিজের স্থান পাকা করতে পেরেছে এই নতুন বিমানবন্দরটি। এমনকী, শিবমোগ্গা বিমানবন্দরের রানওয়ের নকশা এমন ভাবে বানানো হয়েছে, যাতে এখান দিয়ে বোয়িং ৭৩৭ এবং এয়ারবাস এ৩২০-র মতো বিমান চলাচল করতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Shivamogga Airport: অবশেষে অপেক্ষার অবসান! রাত পোহালেই ইন্ডিগোর উদ্বোধনী উড়ানের হাত ধরে জয়যাত্রা শুরু করবে কর্ণাটকের শিবমোগ্গা বিমানবন্দর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement