তড়িঘড়ি রাষ্ট্রপতি শাসন কেন? নিন্দায় সরব শিবসেনা-এনসিপি-কংগ্রেস
Last Updated:
রাজ্যপাল সোমবার সরকার গঠনের জন্য আজ অর্থাত্ মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত সময় দিয়েছিলেন৷ এ হেন পরিস্থিতিতে ডেডলাইনের আগে তড়িঘড়ি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কেন করলেন রাজ্যপাল, এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করেছে শিবসেনা৷
#মুম্বই: নির্ধারিত সময়সীমা পেরনোর আগেই রাষ্ট্রপতি শাসন জারির বিরুদ্ধে সরব হল কংগ্রেস, এনসিপি, শিবসেনা৷ কংগ্রেসের অভিযোগ, রাজ্যপাল সব দলকে সরকার গড়ার আমন্ত্রণ জানালেন৷ কিন্তু কংগ্রেসকে একবারও ডাকলেন না৷ কংগ্রেস নেতা আহমেদ পটেলের কথায়, 'যে ভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা হল, আমি এর তীব্র নিন্দা করছি৷ এই সরকার বিভিন্ন ক্ষেত্রে সুপ্রিম কোর্টের গাইডলাইন মানেনি গত ৫ বছরে৷ সংবিধান নিয়ে মজা করছে৷' একই ভাবে রাষ্ট্রপতি শাসনের নিন্দায় সরব হলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেও৷
#WATCH Mumbai: Shiv Sena chief Uddhav Thackeray reacts to a question 'Is the BJP option completely finished?'. Says, "Why are you in such a hurry? It's politics. 6 months time has been given (President's Rule). I didn't finish the BJP option, it was BJP itself which did that..." pic.twitter.com/3pew41hMuF
— ANI (@ANI) November 12, 2019
advertisement
advertisement
রাজ্যপাল সোমবার সরকার গঠনের জন্য আজ অর্থাত্ মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত সময় দিয়েছিলেন৷ এ হেন পরিস্থিতিতে ডেডলাইনের আগে তড়িঘড়ি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কেন করলেন রাজ্যপাল, এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করেছে শিবসেনা৷
এ দিন সাংবাদিক বৈঠকে উদ্ধব ঠাকরে বলেন, 'বিজেপি ও শিবসেনা বুহ দিন একসঙ্গে ছিল৷ এ বার শিবসেনাকে এনসিপি-কংগ্রেসের সঙ্গে এগোতেই হবে৷ আমরা এনসিপি-কংগ্রেসের সঙ্গে আবার কথা বলব৷' সূত্রের খবর, রিসর্টে থাকা বিধায়কদের শিবসেনাপ্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, 'বিজেপি এখনও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে৷ যদি বিজেপি আমাদের দাবি মেনে নেয়, তা হলে কোনও অসুবিধা নেই৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2019 9:10 PM IST