Shimla Woman Breaks Husband's Teeth: Whatsapp চ্যাটে বাধা দেওয়ায় ঘুসি মেরে স্বামীর দাঁত ভেঙে দিলেন মহিলা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Shimla Woman Breaks Husband's Teeth: আজব ঘটনায় চক্ষু চড়কগাছ গোটা এলাকার। তুমুল চাঞ্চল্য দেখা দিয়েছে ঘরে বাইরে।
পুলিশকে জখম ব্যক্তি জানিয়েছেন, তাঁর স্ত্রী মোবাইলে আসক্ত। ক্রমাগত হোয়াটসঅ্যাপে চ্যাট করতে থাকেন দিনভর। বৃহস্পতিবার স্ত্রী যখন হোয়াটসঅ্যাপে চ্যাট (Whatsapp Chat) করতে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় তাঁকে বাধা দিতে যান স্বামী। এতেই স্ত্রী (Shimla Woman Breaks Husband's Teeth) ক্ষিপ্ত হয়ে ওঠেন। মেরে তাঁর দাঁত ভেঙে দেন।
advertisement
advertisement
কিন্তু এখানেই শেষ নয়। অভিযোগ, এরপরও রেহাই মেলেনি স্বামীর। শোনা গিয়েছে, স্বামীকে লাঠি দিয়ে বেদম প্রহার করেছেন শিমলার (Shimla) মহিলা (Shimla Woman Breaks Husband's Teeth)। তারপর তাঁকে হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্বামী। চিকিৎসকের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে সোজা থানায় হাজির হন ‘নিগৃহীত’ স্বামী। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। স্বামীর অভিযোগের ভিত্তিতে মামলা নথিভূক্ত করে থিয়োগ থানার পুলিশ।
advertisement
শিমলার (Shimla) পুলিশ সুপার মণিকা জানান, স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন ওই মহিলা (Shimla Woman Breaks Husband's Teeth) এমন কাজ করলেন তা খতিয়ে দেখা হবে। শোনা গিয়েছে, প্রাথমিক তদন্তের পর বেশ কিছু প্রশ্ন উঠছে। যেমন, কেন স্ত্রীকে হোয়াটসঅ্যাপ চ্যাটে (Whatsapp Chat) বাধা দিয়েছিলেন ওই ব্যক্তি? কার সঙ্গে এত মন দিয়ে চ্যাট করছিলেন ওই মহিলা? বিবাহ বহির্ভূত কোনও সম্পর্কের বিষয় আছে কিনা সেসব খতিয়ে দেখবে পুলিশ। কোনও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই পুলিশ সূত্রে খবর।
advertisement
সমস্ত দিক খতিয়ে দেখে তারপর পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ। মহিলাকে খুব শিগগিরিই জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগকারী স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। এর পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও কথা বলবে পুলিশ। মহিলা ও তাঁর স্বামীর সম্পর্ক কেমন ছিল, সেই দিকটি খতিয়ে দেখাও এই মামলায় প্রয়োজন বলে মনে করছে পুলিশ। তবে এমন ঘটনায় তুমুল চাঞ্চল্য দেখা দিয়েছে ঘরে বাইরে। আজব ঘটনায় চক্ষু চড়কগাছ গোটা এলাকার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2021 2:03 PM IST

