‘শিনার নামে জাল সই করতে বলা হয়েছিল’: ইন্দ্রাণীর সহকারি
Last Updated:
শিনা হত্যা মামলা প্রতিদিনই উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য ৷ ইন্দ্রাণীর বিরুদ্ধে এবার নতুন অভিযোগ এনেছে তারই সহকারী কাজল শর্মা ৷ ইন্দ্রাণী নাকি তাঁকে শিনার নামে দুটি জাল ই-মেল অ্যাকাউন্ট খুলতে বলেছিলেন ৷ তবে শুধু জাল অ্যাকাউন্টই নয়, শিনার সইও নকল করতে বলা হয়েছিল তাঁকে, বলে জানিয়েছেন কাজল ৷ ইন্দ্রাণীর সহকারীর এই বিবৃতি হাই প্রোফাইল শিনা হত্যা মামলার জট খুলতে সাহায্য করবে বলেই অনুমান করা হচ্ছে ৷
#নয়াদিল্লি: শিনা হত্যা মামলায় প্রতিদিনই উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য ৷ ইন্দ্রাণীর বিরুদ্ধে এবার নতুন অভিযোগ এনেছে তারই সহকারী কাজল শর্মা ৷ ইন্দ্রাণী নাকি তাঁকে শিনার নামে দুটি জাল ই-মেল অ্যাকাউন্ট খুলতে বলেছিলেন ৷ তবে শুধু জাল অ্যাকাউন্টই নয়, শিনার সইও নকল করতে বলা হয়েছিল তাঁকে, বলে জানিয়েছেন কাজল ৷ ইন্দ্রাণীর সহকারীর এই বিবৃতি হাই প্রোফাইল শিনা হত্যা মামলার জট খুলতে সাহায্য করবে বলেই অনুমান করা হচ্ছে ৷
শিনা নিখোঁজ হওয়ার পর তার অফিসে ক্যুরিয়ারের মাধ্যমে একটি চিঠি পাঠানো হয়েছিল ৷ কোনওরকম সন্দেহ এড়াতেই শিনার সই করা ওই চিঠিটি পাঠিয়েছিলেন ইন্দ্রাণী ৷ কাজল এদিন জানান, শিনার অফিস থেকে যাতে কোনও খোঁজখবর না নেওয়া হয় তার জন্য ওই চিঠিতে জাল সই করার কথা বলেছিলেন ইন্দ্রাণী ৷ তবে এখানেই শেষ নয় ৷ শিনা খুনে অভিযুক্ত গাড়ির চালক শ্যাম রাইয়ের একটি স্কাইপ অ্যাকাউন্টও খুলতে বলা হয়েছিল শর্মাকে ৷ তিনি বলেন, খুনের ব্যাপারে শ্যাম রাইয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করার জন্য ইন্দ্রাণী তাঁকে এমনটা করতে বলেছিলেন ৷
advertisement
শিনা হত্যা মামলায়, কাজল শর্মার পর এবার মুখ খুললেন পিটার মুখোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী শবনাম সিং-ও ৷ শবনম জানান, তাঁর ছেলে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি থানায় গিয়েছিলেন FIR দায়ের করতে ৷ কিন্তু পুলিশ কোনওপ্রকার অভিযোগ নিতেই অস্বীকার করেছিল ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 28, 2015 2:30 PM IST