Shatabdi Express | Vistadome Coach: মাথার উপরে কাচের ছাদ, বিরাট বড় বড় জানলা! উত্তরবঙ্গে বন্দে ভারতকে টেক্কা দিতে তৈরি শতাব্দী এক্সপ্রেস

Last Updated:

এছাড়াও, এই কোচগুলিতে আছে WiFi-ও। Vistadome coach তৈরি করে চেন্নাইয়ের Integral Coach Factory। ভিস্তাডোম কোচের ছাদ পুরোপুরি কাঁচের হওয়ায় তার মাধ্যমে যাাত্রীরা খোলা আকাশ দেখতে পারেন।

কলকাতা: পর্যটকদের জন্য সুখবর। আজ থেকে আগামী তিনমাস উত্তরবঙ্গে যাতায়াত করা শতাব্দী এক্সপ্রেসে যাত্রীরা ভিস্তাডোম কোচে সফর করতে পারবেন। সেই অনুযায়ী, ১২০৪২/১২০৪১ নং. (নিউ জলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ি) শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি বর্তমানের ১৪টি কোচের পরিবর্তে ১৫টি কোচের সঙ্গে সপ্তাহে ছয় দিন চলাচল করবে। ট্রেনটিতে ২টি এগজিকিউটিভ ক্লাস, এসি চেয়ার কার, ১০টি এসি চেয়ার কার ও ১টি ভিস্তাডোম কোচ থাকবে।
উল্লেখ্য, ভিস্তাডোম কোচ রেলের অত্যাধুনিক-বিলাসবহুল কোচের মধ্য অন্যতম। এই কোচগুলিতে সিটগুলি ১৮০ ডিগ্রি ঘুরতে পারে, এই কোচে রয়েছে বিশাল বড় বড় কাঁচের জানলা, এমনকি ট্রেনের উপরের ছাদও কাঁচ দিয়ে তৈরি। পাশাপাশি, এই কোচগুলিতে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন।
এছাড়াও, এই কোচগুলিতে আছে WiFi-ও। Vistadome coach তৈরি করে চেন্নাইয়ের Integral Coach Factory। ভিস্তাডোম কোচের ছাদ পুরোপুরি কাঁচের হওয়ায় তার মাধ্যমে যাাত্রীরা খোলা আকাশ দেখতে পারেন।
advertisement
advertisement
আরও পড়ুন: টাকা আসবে, ছুঁতে পারবে না কোনও অভাব! নতুন বছরে রাশি অনুযায়ী দান করুন এই সব জিনিস
ভারতীয় রেলওয়ে কয়েক বছর আগে ভিস্তাডোম কোচ চালু করার সময় দেশে ট্রেন যাত্রার নতুন সংজ্ঞা দিয়েছে। ভিস্তাডোম কোচগুলি যাত্রার ৩৬০-ডিগ্রি ভিউ প্রদান করে কারণ কোচগুলি বিশাল কাঁচের জানালা এবং ছাদ-সহ যাত্রীদের জন্য ভ্রমণের সময় অমূল্য প্রকৃতির শ্বাসরুদ্ধকর মনোরম দৃশ্য উপভোগ করতে তাঁদের একটি নিবিড় ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে। এছাড়াও, এই ভিস্তাডোম কোচগুলিতে অত্যাধুনিক যাত্রী সুবিধাও রয়েছে।
advertisement
আরও পড়ুন: নতুন বছরেই বাড়ি, গাড়ি…টাকা! কপাল খুলে যাচ্ছে, মালামাল হচ্ছে এই ৩ রাশি
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেকটি ভিস্তাডোম কোচে ৪৪ জন যাত্রী আসন ক্ষমতা রয়েছে, যাত্রীদের উন্নতমানের ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করা হয় এবং বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বৃহৎ আকারের কাচের জানালা, কাচের ছাদ, রোটেটিং সিট ও একটি অবজার্ভেশন লাউঞ্জ। সুতরাং, যাত্রীরা একটি শ্বাসরুদ্ধকর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
advertisement
এই অত্যাধুনিক ভিস্তাডোম কোচ চালু হওয়ার ফলে যে সমস্ত যাত্রী নিউ জলপাইগুড়ি-হাওড়া ও রাধিকাপুর-হাওড়া রুটে ভ্রমণ করবেন তাঁরা এই ভিস্তাডোম কোচের উইন্ডো ও ট্রান্সপারেন্ট রুফের মাধ্যমে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা লাভ করবেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Shatabdi Express | Vistadome Coach: মাথার উপরে কাচের ছাদ, বিরাট বড় বড় জানলা! উত্তরবঙ্গে বন্দে ভারতকে টেক্কা দিতে তৈরি শতাব্দী এক্সপ্রেস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement