Shashi Tharoor: ‘ভারত শেষ হয়ে গেলে বাঁচবে কে’? ‘দেশই সবার আগে’....কংগ্রেসের ‘বিশ্বাসঘাতক’ বিতর্কে অবশেষে মুখ খুললেন শশী
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Shashi Tharoor: শনিবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন কংগ্রেস নেতা।
নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পর বিশ্বজুড়ে সন্ত্রাসবিরোধী প্রচার চালাতে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন শশী থারুর। শনিবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন কংগ্রেস নেতা। তবে কী এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন শশী? ফের এই প্রশ্ন উঠতেই শশীর স্পষ্ট বার্তা, জাতীয় নিরাপত্তাকে তিনি রাজনৈতিক দলের উর্ধে স্থান দিয়েছেন।
কেরালার কোচির একটি সমাবেশে বক্তব্য রাখার সময় একজন ছাত্র তাকে দলের নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। উত্তরে শশী থারুর জানালেন, ‘‘আমরা আমাদের দলগুলিকে সম্মান করি। দলের প্রতি আমাদের কিছু মূল্যবোধ এবং বিশ্বাস রয়েছে। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের অন্যান্য দলগুলিকেও সাহায্য করতে হবে।’’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘‘ “কখনও কখনও দলগুলি মনে করে যে এটি বোধহয় অবিশ্বাসের পরিচয়। কিন্তু আমার মনে প্রথমেই আসে দেশ। দেশকে আরও ভাল করে গড়ার জন্যই তৈরি হয় রাজনৈতিক দল। তাই আমার মতে, আপনি যেই দলেই থাকুন না কেন, আসল উদ্দ্যেশ্য হওয়া উচিত ভারতে আরও উচ্চতায় নিয়ে যাওয়া নিজের মতো করে।’’
advertisement
এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘‘আজ কোচিতে, আমাকে একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র দ্বারা অনিবার্য প্রশ্ন করা হয়েছিল। যদিও আমি জনসমক্ষে এমন রাজনৈতিক আলোচনার বাইরে থাকছি, কিন্তু আমার মনে হয়েছে যে একজন ছাত্র এই উত্তর পাওয়ার যোগ্য।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2025 7:17 PM IST