Shashi Tharoor: নয়া পালক শশী থারুরের মুকুটে! ফ্রান্সের সর্বাধিক সম্মানে ভূষিত কংগ্রেস সাংসদ!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Shashi Tharoor: ১৮০২ সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই সম্মান দেওয়ার প্রচলন করেছিলেন। ২০২১ সালে ফরাসি ভাষায় বক্তৃতা দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন থারুর।
#নয়া দিল্লি: কংগ্রেস সাংসদ শশী থারুর ফ্রান্সের সবোর্চ্চ অসামরিক সম্মান পাচ্ছেন। বৃহস্পতিবার জানা যায়, লিজিয়ন অফ অনার পাচ্ছেন কংগ্রেস নেতা। তাঁর নিজের লেখা এবং বক্তৃতার জন্যই এই সম্মান পাচ্ছেন তিনি। এর আগে ২০১০ সালে স্পেনের তরফ থেকেও সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পেয়েছিলেন কংগ্রেস সাংসদ।
এই সম্মান পাওয়ার কথা জানতে পেরেই ট্যুইট করেন শশী থারুর। তিনি লেখেন, "ভারতের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক আমি খুবই পছন্দ করি। সেদেশের ভাষা এবং সংস্কৃতিও আমাকে আকর্ষণ করে। ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লাভ করে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। যাঁরা আমাকে এই পুরস্কার পাওয়ার যোগ্য বলে মনে করেছেন, তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল।"
advertisement
Thanks. As one who cherishes our relations with France, loves the language and admires the culture, I am honoured to be recognized in this way. My gratitude & appreciation to those who have seen fit to award me this distinction. @FranceinIndia https://t.co/dyy6L1sQEO
— Shashi Tharoor (@ShashiTharoor) August 11, 2022
advertisement
advertisement
১৮০২ সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই সম্মান দেওয়ার প্রচলন করেছিলেন। নানা ক্ষেত্রে অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতেই এই সম্মান দেওয়া হয়। পরবর্তীকালে ফ্রান্সের গণ্ডি ছাড়িয়ে বিদেশি নাগরিকদের এই পুরস্কার দেওয়া শুরু হয়। এর আগে ভারতীয়দের মধ্যে জামশেদজি টাটা, সত্যজিৎ রায়, পণ্ডিত রবিশংকর লিজিয়ন অফ অনার সম্মান পেয়েছেন।
advertisement
নয়াদিল্লিতে ফরাসি রাষ্ট্রদূত থারুরকে চিঠি লিখে এই সম্মান সম্পর্কে জানিয়েছেন। আগামীদিনে ফরাসি সরকারের কোনও মন্ত্রীর ভারত সফরের সময় তাঁর হাতে ওই সম্মান তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ২০২১ সালে ফরাসি ভাষায় বক্তৃতা দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন থারুর। স্বভাবতই এই খবরে আনন্দিত শশী থারুর!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2022 11:11 PM IST